ঢাকা, বাংলাদেশ | বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   আর্জেন্টিনা ৭০ হাজার সরকারি কর্মীকে বরখাস্ত করতে যাচ্ছে    ৬০ কিমি বেগে রাতেই যেসব জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা    ফকিরহাটে ষাটোর্ধ্ব নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার    খালেদা জিয়া গুরুতর অসুস্থ: মির্জা ফখরুল    লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে ১৫,০০০/- টাকা জরিমানা    দুটো ছেলে মানুষ করা খুব শক্ত কাজ –কারিনা কাপুর    রাজধানীর খিলগাঁওয়ে অটোরিকশাচালকের অস্বাভাবিক মৃত্যু    কেন ধীর হয়ে আসছে পৃথিবীর ঘূর্ণন, সতর্ক করলেন বিজ্ঞানীরা    শুক্রবার প্রাথমিকে শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের পরীক্ষা    ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসতে পারে শুক্রবার    ড. ইউনূসের পুরস্কার গ্রহণ গাজায় গণহত্যা সমর্থনের শামিল: পররাষ্ট্রমন্ত্রী    নিউইয়র্কে নরসিংদী জেলা সমিতির ইফতার মাহফিল    হ্যাকার চক্রের সন্ধান দিলেই মিলবে মোটা অংকের পুরস্কার    ঝালকাঠিতে নদী থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার    “এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিল”এর বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি গঠিত

নরসিংদীর রায়পুরায় আলীনগর প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সকাল থেকেই ব্যাপক নিয়ে বর্নিল সাজে আনন্দঘন পরিবেশে উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে

দিন ব্যাপী বিদ্যালয়ের মাঠে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আগত অতিথিদের মুগ্ধ করে তোলেন ।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

আলীনগর আলীনগর আলীনগর

পরে অতিথিদের নিয়ে জাতীয় সঙ্গীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এরপরই বিদ্যালয়ের শিক্ষার্থী ক্রীড়াবীদদের শপথ পাঠ করা হয়।

মশাল প্রজ্জলনের মধ্য দিয়ে প্রধান অতিথির অনুমতি নিয়ে শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়।

আগত প্রধান অতিথি সহ সকল অতিথিদেরকে উক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্যগন ও শিক্ষক,

শিক্ষার্থীরা ব্যাচ পরিধান করে ও ফুল দিয়ে বরন করে সম্মান প্রর্দশন করেন

স্বাধীনতা পদক প্রাপ্ত মুক্তিযুদ্ধের সংগঠক এ কে এম বজলুর রহমানের সম্মানে মনোরম পরিবেশে শিক্ষার আলো ছড়াতে আলীনগর প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।

এ বিদ্যালয় অভিবাবক শিক্ষক,শিক্ষার্থী স্থানীয় ক্রীড়া মোদী দশক প্রেমীদের উপস্থিতিতে বিভিন্ন ধরনের নমুনা ধারন করেন,

কলসি কাঁধে গ্রামের বধু, ডাক্তার, মালিনী, শিক্ষক, শিক্ষার্থী,কৃষক,সাঁপুড়ে,জেলে,সাংবাদিক, ফটোগ্রাফার,বাউল,

হিন্দু,ক্রিকেটার,নানি- নাতনি,আধুনিক মেয়ে ও ছেলে সেজে তাদের প্রতিভা ফুটিয়ে তুলেন।

পাশাপাশি বিভিন্ন অংগ ভঙ্গিত ধারন করে সেজে গোজে নৃত্য ও সংগীত পরিবেশন করে অনুষ্ঠানটিকে আরো প্রাণবন্ত করে তুলে সকলের মন জয় করেন।

পাশাপাশি দৌড়, রশি গোড়ানো,বালিশ খেলা,গুপ্তধন উদ্ধার,বস্তা দৌড়,লংজাম,হাই জাম,বর্ষা নিক্ষেপ চেয়ার খেলা সহ আরো

বিভিন্ন খেলা প্রর্দশন করে বিদ্যালয়ের বিরাট সুনাম অর্জন করে অন্যরকম দৃষ্ঠান্ত স্থাপন করেন।

আজ সকালে নরসিংদীর রায়পুরায় আলীনগর বিদ্যালয় প্রাঙ্গনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনির হোসেন এর সভাপতিত্বে ও ইকরাম হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে

প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন পাড়াতলী ইউপি চেয়ারম্যান ও স্বাধীনতা পদকপ্রাপ্ত এ কে এম বজলুর রহমান ও শাহানারা বেগম ফাউন্ডেশন পরিচালক আলহাজ্ব ফেরদৌছ কামাল জুয়েল।

উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগে সদস্য আলহাজ্ব হাসান জামিল বাদল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুর রহমান জামে মসজিদ কমিটির সভাপতি সাংবাদিক বশির আহমদ মোল্লা।

বশির আহম্মদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।