নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ঘোষনা করা হয়েছে। দলীয়
মনোনয়ন প্রত্যাশীরা নৌকা প্রতীক এর জন্য ব্যাপক প্রচার প্রচারনা চালাচ্ছেন। রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাদেক এর মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হলে উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগের বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ হিসেবে সামাজিক যোগাযোগ, বিল বোর্ড ও পোষ্টার লাগিয়ে হাইকমান্ড এর দৃষ্টি আকর্ষনের জন্য নৌকা প্রতীক এর জন্য দলীয় মনোনয়ন প্রত্যাশীরা কেন্দ্রে লভীং করে ব্যাপক প্রচার প্রচারনা চালিয়ে সকলের নিকট দোয়া র্প্রাথনা করেছেন তারা হলেন গত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো: মিজানুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসাইন, জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক শিক্ষাবিদ লাইলা কানিজ লাকী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ এড.সামসুল হক, স্বাধীনতা পদক প্রাপ্ত ভাষা সৈনিক তৎকালিন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত এ কে এম বজলুর রহমান ও শাহানা বেগম ফাউন্ডেশনের
পরিচালক,পাড়াতলী ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগের আহবায়ক আলহাজ¦ ফেরদৌস কামাল জুয়েল, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হাজী হুমায়ন কবির মনির, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইমান উদ্দিন ভুইয়া, বাংলাদেশ মৎস্যজীবি লীগ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাবেক সেক্রেটারী আলহাজ¦ আবুল বাসার। এ ছাড়া ঢাকাস্থ নরসিংদী জেলা সমিতির সাধারন সম্পাদক শাহ আলমনির্বাচনী এলাকায় পোষ্টার লাগিয়ে প্রচার-প্রচারনা চালাচ্ছেন। নরসিংদীর রায়পুরা উপজেলা নির্বাচন
অফিসার আজারুল ইসলাম সাংবাদিকদের জানান, নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের
চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠানের জন্য সময়সূচী প্রকাশ করে তফসিল ঘোষনা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ১৬ মার্চ বৃহস্পতিবার সকাল ৮:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত উপজেলার ১৬১ কেন্দ্রে ইভিএম মেশিনের মাধ্যমে ভোটগ্রহন করার কথা রয়েছে।
সোমবার (২৩ জানুয়ারি) রাতে নরসিংদী জেলা নির্বাচন অফিসার ও রায়পুরা উপজেলা পরিষদ উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ রবিউল আলম স্বাক্ষরিত এক গণ-বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ এর বিধি ১৩ অনুযায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠানের জন্য সময়সূচী প্রকাশ করে। রিটার্নিং অফিসার/সহাকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন দাখিলের শেষ তারিখ আগামী ১৯ ফেব্রুয়ারি। রিটার্নিং অফিসার কর্তৃক মনোয়ন বাছাইয়ের তারিখ ২০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি এবং ১৬ মার্চ হবে ভোটগ্রহন। প্রসঙ্গত, ২০২২ সালের ১৩ ডিসেম্বর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাদেক এর মৃত্যু হয়। তার মৃত্যুও পর ওই পদটি শূন্য হয়ে যায়। পরে নির্বাচন কমিশন উপ-নির্বাচনের জন্য তফসিল
ঘোষনা করেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা মানিক দায়িত্ব পালন করছেন।
রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। রায়পুরা উপজেলায়
১৬১ টি কেন্দ্র রয়েছে। সবগুলোতেই ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন করা হবে বলে জানান ।
ঢাকা, বাংলাদেশ |
সোমবার, ২০ মার্চ, ২০২৩ খ্রিষ্টাব্দ
শিরোনামঃ
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
2 Replies to “নরসিংদীর উপজেলা পরিষদ উপ-নির্বাচনের তফসিল ঘোষনা”
Comments are closed.