ঢাকা, বাংলাদেশ | সোমবার, ১৩ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   এবারের তাপপ্রবাহ কেমন হবে জানাল আবহাওয়া অধিদপ্তর    জমি লিখে না দেওয়ায় মায়ের মাথা ফাটালেন ছেলে    গাজীপুরের শ্রীপুরে পানিতে ডুবে দুই জনের মৃত্যু    ইউক্রেনের ৩১টি ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার    রংপুর মহানগরীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু    কুমিল্লায় মৃত্যুদণ্ডের সাজা শুনে পালানোর সময় দুই আসামিকে গ্রেফতার    জবি শিক্ষার্থী তিথির ৫ বছরের কারাদণ্ড    ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে রিভিল নামের ফিচার    মাঝ আকাশে বিমান থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার হুমকি যাত্রী!    শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন করা সেই ব্যক্তি মারা গেছেন    দৈনিক উপার্জন ওরির ৫০ লাখ রুপি    ছেলেকে প্রকাশ্যে আনলেন নুসরাত, জন্মের তিন বছর পর    ভাবীর পরকীয়া প্রেম জেনে যাওয়ায় দেবরকে হত্যা    ইন্দোনেশিয়ার মাউন্ট ইবুতে ফের অগ্ন্যুৎপাত, ৫ কিলোমিটার উঁচুতে ছাই    গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাইভেটকার আরোহীর

মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় প্রক্সি দিতে আসা এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে কলেজ কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২২ আগস্ট) ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালে সকাল সাড়ে ১১টার দিকে জেসিয়া আক্তার (২০) নামে ওই ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়।

আটক পরীক্ষার্থী জেসিয়া আক্তার মুন্সিগঞ্জ শহরের রনছ হাওলাপাড়া এলাকার জব্বার দেওয়ানের মেয়ে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সরকারি হরগঙ্গা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. নুরুল ইসলাম জানান,

‘সরকারি হরগঙ্গা কলেজের ২০০ নম্বর কেন্দ্রে ইংরেজি পরীক্ষা দিতে আসেন ওই ভুয়া পরীক্ষার্থী জেসিয়া আক্তার।

‘পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের উপস্থিতির খাতায় স্বাক্ষর করার সময় অ্যাডমিড কার্ডের সঙ্গে

জেসিয়ার কোনো মিল না পাওয়ায় তার পরীক্ষা স্থগিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন দেয় কলেজ কর্তৃপক্ষ। পরে তাকে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।’

এদিকে, এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অন্যান্য পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে।

আটকের পর ভুয়া পরীক্ষার্থী জেসিয়া আক্তার জানান,

‘মামাতো বোন সাদিয়া আক্তার মুন্সিগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিল।’

‘অসুস্থতার কারণে পরীক্ষা দিতে আসতে না পারায় তার হয়ে নিজ ইচ্ছায় পরীক্ষায় দিতে এসেছেন তিনি।’

সরকারি হরগঙ্গা কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. নুরুল ইসলাম আরও জানান,

‘ভুয়া পরীক্ষার্থীকে ইউএনও কাছে তুলে দেওয়া হয়েছে। প্রকৃত পরীক্ষার্থী সাদিয়া আক্তারকে এইচএসসি পরীক্ষা থেকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে।’

‘তার সকল কাগজপত্র কেন্দ্রে পাঠানো হবে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য।’

মুন্সিগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিফা খান বলেন,

‘তারা দু’জন সম্পর্কে মামাতো ফুফাতো বোন। আটক জেসিয়া মামাতো বোনের হয়ে প্রক্সি দিতে আসে। তাদের পরিবারের লোকজনদের ডেকে পাঠানো হয়েছে।’

এ সময় তিনি আরও জানান,

‘জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে কথা বলে ওই ভুয়া পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এনএএন টিভি


One Reply to “মামাতো বোনের এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিয়ে ফুফাতো বোন আটক”

Comments are closed.

প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।