রাজধানীর খিলগাঁওয়ে লাভল্যান্ড নামে একটি প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ।
‘লিরা ইমপোর্টস’ নামে একটি প্রতিষ্ঠানের স্টিকার নকল করে ৩৩ ধরনের বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের প্রসাধনী সামগ্রী বিক্রি করে আসছিল প্রতিষ্ঠানটি।
এর আগে চলতি মাসের ২২ মে ভোক্তা অধিদফতর প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে লিরা ইমপোর্টস নামের স্টিকার নকল করে ৩৩ ধরনের নামিদামি ব্র্যান্ডের প্রসাধনী অবৈধভাবে বিক্রি করার প্রমাণ পায়।
পরে অভিযানে প্রতিষ্ঠানটির সব প্রকার বিক্রি কার্যক্রম জনস্বার্থে বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।
পরবর্তীতে নিয়মিত শুনানি, প্রয়োজনীয় কাগজপত্র ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে প্রতিষ্ঠানটির ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া যায়।
প্রতিষ্ঠানটির পক্ষে ম্যানেজার স্বেচ্ছায় দোষ স্বীকার করে লিখিত বক্তব্য দেন।
ভবিষ্যতে এরকম অপরাধমূলক কার্যক্রম পরিচালনা হতে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন তিনি।
এর পরিপ্রেক্ষিতে শুক্রবার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৫০ ধারায় লাভল্যান্ডকে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি শর্তসাপেক্ষে সাময়িকভাবে প্রতিষ্ঠানটি বন্ধের আদেশ প্রত্যাহার করা হয়।
অভিযান পরিচালনা করেন অধিদফতরের উপপরিচালক (তদন্ত) আফরোজা রহমান ও ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল।
আরও পড়ুন :
One Reply to “অধিকার সংরক্ষণ অধিদফতর জরিমানা করেছে লাভল্যান্ডকে”
Comments are closed.