ঢাকা, বাংলাদেশ | শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   কুড়িগ্রামে লাইজু কিডস ফুটবল একাডেমীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।     পয়েলা বৈশাখে ওড়ানো যাবে না ফানুস    ইসলামী শিক্ষা সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল করলো মানব কল্যাণ পরিষদ    ৫ কেজি ওজনের তরমুজ ১০০ টাকায় মিলছে!    রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সে দুর্বৃত্তের আগুন    চিকেন বারবিকিউ তৈরি করবেন যেভাবে    ফিরে পেলেন ১১ বছর আগে হারানো সন্তান, ওমরাহ পালনে গিয়ে    অন্তঃসত্ত্বা প্রসঙ্গে মুখ খুললেন পরিণীতি    ২৩৮ বার হেরেও ফের নির্বাচনে লড়বেন তিনি    জন্মের পরেই এত বড়লোক রাহা! ২৫০ কোটি রুপির বাংলো উপহার দেবেন আলিয়া-রণবীর    ব্যবহৃত অলংকারের জাকাত দিতে হবে কি?    ১৩.৬৪ সেকেন্ডে ১ লিটার লেবুর শরবত খেলেন ডেভিড    জুমার দিন দরুদ পড়ার ফজিলত    আবারও সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, নিহত ৩৬    আবারও অধিনায়ক হিসেবে বাবরকে বেছে নিল পিসিবি

হঠাৎ করেই গরম হয়ে উঠছে রাজধানীর চালের বাজার। বেশ কয়েক মাস উচ্চমূল্যে স্থিতিশীল থাকার পর এবার ঊর্ধ্বমুখী নিম্ন আয়ের মানুষের চাহিদা মেটানো মোটা চালের দাম।

সপ্তাহ ব্যবধানে বেড়েছে কেজিতে ২ টাকা। এতে বিপাকে নিম্ন আয়ের মানুষেরা। পাশাপাশি বাজারে বাড়ছে মসলা জাতীয় পণ্যের দামও।

বিক্রেতারা বলেন, বাজারে স্বর্ণা, গুটি স্বর্ণাসহ কয়েকটি মোটাজাতের চালের দাম কেজিতে বেড়েছে ২ থেকে ৩ টাকা।

মূলত অগ্রহায়ণ সিজনের পুরাতন চালগুলোর সরবরাহ কমায় বেড়েছে দাম।

এদিকে কোরবানি সামনে রেখে বাজারে দাম বাড়ানোর সিন্ডিকেট সক্রিয় হচ্ছে।

এ অবস্থায় এলাচ, লবঙ্গ, দারুচিনি আর জিরা কিনতে বাড়তি টাকা দিতে হচ্ছে ক্রেতাকে।

তারা বলেন, বাজারে জিরাসহ অন্যান্য মসলার দাম ঊর্ধ্বমুখী।

আর বিক্রেতারা বলেন, গত দুই সপ্তাহ ধরে লাগামহীন হলুদ-মরিচসহ প্যাকেটজাত মসলার দাম।

কোরবানিতে এ দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

এদিকে দীর্ঘদিনেও সংকট কাটেনি চিনির বাজারে। তবে নির্ধারিত দামের চেয়ে কিছুটা কমেই বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন তেল।

বিক্রেতারা বলেন, বোতলজাত সয়াবিন তেলের দাম গত সপ্তাহের চেয়ে কমেছে ৫ টাকা।

আগে পাঁচ লিটর ৯৫০ টাকায় বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে ৯৪৫ টাকায়।

তবে বাজারে নিম্নমুখী ব্রয়লার মুরগির দাম। গত সপ্তাহের চেয়ে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে।

আরও পড়ুন :

এনএএন টিভি


One Reply to “রাজধানীর চালের বাজার হঠাৎ ই গরম হয়ে উঠছে”

Comments are closed.

প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।