শামীম হাসান সরকার তখন সবে অভিনয় শুরু করেছেন। সে সময় বেশির ভাগ অভিনেতাই অন্যের অভিনয় দেখে শেখার চেষ্টা করতেন। তাঁর পছন্দের অভিনেতা ছিলেন মোশাররফ করিম। নাটকে গল্পের চেয়ে মোশাররফ করিমের অভিনয়ের দিকেই মনোযোগ থাকত বেশি। মনোযোগ দিয়ে দেখতেন মোশাররফের অভিনয়ের জাদু। মোশাররফ করিমের অভিনয়ই তাঁকে অভিনয়ে আসতে অনুপ্রাণিত করে।
‘জামাই টক্কর’ নামে একটি নাটকে মোশাররফ ও শামীমকে একসঙ্গে দেখা যাবে। এক পরিবারের দুই জামাইকে ঘিরে গল্প। এই দুই জামাই-ই হয়েছেন মোশাররফ করিম ও শামীম হাসান সরকার। কমেডির মোড়কে গল্পটি সমাজের অর্থনৈতিক বৈষম্যকে তুলে ধরেছে।
শামীম বলেন, ‘আমরা যে কাজ করছি, এখানে কাকে দেখে শিখব। কারই–বা দায় আছে শেখানোর। এখানে কেউ কাউকে শেখায় না। সেখানে মোশাররফ করিম ভাই প্রতিমুহূর্তে শিখিয়েছেন, সাজেশন দিয়েছেন। তিনি অনেক বড় শিক্ষক। এভাবে ধরে ধরে কেউ বলে না, “এটা এভাবে, এটা ওভাবে করো।” এখানেই তিনি আলাদা। পরে ভাইকে বলেছি, মাসে একটা হলেও আপনার সঙ্গে কাজ করতে চাই। এটাও বলেছি, ডাকবেন ভাই, ডাকলেই চলে আসব।’
শামীম মনে করেন, অভিনয় কখনো জোর করে বা চাপিয়ে দিয়ে হয় না। এটা ভালোবাসা থেকে আসে। এটাকে উপভোগ করতে হয়। ‘আমি এবারই অন্য রকম এক আনন্দে শুটিং উপভোগ করলাম। মোশাররফ ভাইয়ের সঙ্গে প্রচুর হেসেছি। হাসতে হাসতে কাট বলতে হয়েছে। খুশি নিয়ে কাজটি শেষ করেছি। তা ছাড়া মোশাররফ ভাই এমন একজন অভিনেতা, যিনি সহ-অভিনেতাদের অভিনয়ের সুযোগ তৈরি করে দেন। তিনি চান সবাই ভালো করুক। এই সুযোগ অনেক অভিনেতা দেয় না। শুধু নিজের চিন্তা করে। সেখানে ব্যতিক্রম মোশাররফ ভাই।’
One Reply to “মোশাররফ করিম ও শামীম হাসান সরকার দুই জামাই”
Comments are closed.