চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে নাপোলি। ঘরের মাঠে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৩-০ ব্যবধানে উড়িয়ে নাপোলি প্রথমবারের মতো।
প্রথম লেগে জার্মানির ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের মাঠে ২-০ গোলে জিতে কাজ এগিয়ে রেখেছিল নাপোলি।
বুধবার নিজেদের মাঠে তাদের জয় ৩-০ গোলে।
৫-০ গোলের বিশাল ব্যবধানে জিতে ইতিহাস গড়ার আনন্দটা দ্বিগুণ করে তারা।
২০০৬ সালের পর এই প্রথম ইতালির তিনটি ক্লাব চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে নাম লেখাল।
দিয়াগো ম্যারাডোনোর উত্তরসূরীরা শেষ দল হিসেবে গেল শেষ আটে।
এর আগে ইন্টার মিলান ও এসি মিলান শেষ আটে জায়গা করে নেয়।
এ মৌসুমে বেশ দাপুটে ফুটবল খেলছে ইতালির ক্লাবটি।
সিরি আ ট্রফিতে ১৮ পয়েন্ট এগিয়ে রয়েছে ইন্টার মিলানের চেয়ে।
ঘরোয়া শিরোপা প্রায় নিশ্চিতের পর এবার চ্যাম্পিয়ন্স লিগে ১১৮ বছরের ক্লাব ইতিহাসের সর্বোচ্চ সাফল্য পেল।