ঢাকা, বাংলাদেশ | শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   রাজধানীতে বাসের কাচ ভেঙে স্পেশাল ব্রাঞ্চের রিপোর্টারের মৃত্যু    যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান    কুড়িগ্রামে লাইজু কিডস ফুটবল একাডেমীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।     পয়েলা বৈশাখে ওড়ানো যাবে না ফানুস    ইসলামী শিক্ষা সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল করলো মানব কল্যাণ পরিষদ    ৫ কেজি ওজনের তরমুজ ১০০ টাকায় মিলছে!    রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সে দুর্বৃত্তের আগুন    চিকেন বারবিকিউ তৈরি করবেন যেভাবে    ফিরে পেলেন ১১ বছর আগে হারানো সন্তান, ওমরাহ পালনে গিয়ে    অন্তঃসত্ত্বা প্রসঙ্গে মুখ খুললেন পরিণীতি    ২৩৮ বার হেরেও ফের নির্বাচনে লড়বেন তিনি    জন্মের পরেই এত বড়লোক রাহা! ২৫০ কোটি রুপির বাংলো উপহার দেবেন আলিয়া-রণবীর    ব্যবহৃত অলংকারের জাকাত দিতে হবে কি?    ১৩.৬৪ সেকেন্ডে ১ লিটার লেবুর শরবত খেলেন ডেভিড    জুমার দিন দরুদ পড়ার ফজিলত

২০১৪ ফুটবল বিশ্বকাপের ফাইনাল। মারাকানার মাঠ প্রস্তুত ছিল ৩২ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জেতা উপলক্ষ্যে। প্রথমার্ধে দারুণ এক সুযোগও পেয়ে যায় আর্জেন্টাইনরা।

জার্মান ডিফেন্ডারের ভুলে ফাঁকায় বল পান গঞ্জালো হিগুয়েন। কিন্তু বল গোলপোস্ট বরাবরই রাখতে পারেননি তিনি। আর তাতেই সহজে পাওয়া সুযোগ হেলায় ভেসে গেছে। হিগুয়েন এমন সহজ দুই সুযোগ মিস করেছেন পরের দুই কোপা আমেরিকার ফাইনালেও।

সেই তিন ফাইনালে তিন মিস করা হিগুয়েন অবশ্য জাতীয় দলের জার্সিতে ছিলেন বেশ সফল। তবুও আর্জেন্টাইনদের চোখে কিছুটা ভিলেনই তিনি। তারজন্য লিওনেল মেসিও খুব কাছের থেকে তিন শিরোপা ছোঁয়ার দূরত্ব থেকে ফিরে এসেছেন।

মাত্র ৩৪ বছর বয়সে মেসির সেই সতীর্থ গঞ্জালো হিগুয়েন ফুটবলকে বিদায় বলছেন। ক্যারিয়ারে বড় সব ক্লাবের হয়ে খেলেছেন। শেষে এসে যোগ দিলেন যুক্তরাষ্ট্রে মেজর সকার লিগে। আর সেখানেই আগামী ৯ অক্টোবর ইন্টার মিয়ামির হয়ে শেষবারের মতো প্রতিযোগিতামূলক ফুটবল ম্যাচ খেলে বিদায় নেবেন হিগুয়েন।

নিজের বিদায় নিয়ে এক প্রেস কনফারেন্সে হিগুয়েন বলেন, ‘ফুটবলকে বিদায় বলার সেই দিন চলে এসেছে। এই ফুটবল আমাকে অনেক দিয়েছে। আমি অনেক সম্মানিত বোধ করছি ফুটবল নিয়ে ভালো এবং খারাপ অনেক সময় পার করে এসে।

আমি আমার প্রত্যেক কোচকে ধন্যবাদ জানাতে চাই। আমি বিদায়বেলায় অনেক দারুণ সব মুহূর্ত বুকে এবং মগজে ধারণ করে যাচ্ছি।

আমার ক্যারিয়ার আমার জন্য অবিশ্বাস্য ছিল। যা কল্পনা করিনি তার চেয়েও বেশি পেয়েছি আমি। এই বিদায়ের সিদ্ধান্ত আমি আরও তিন-চার মাস আগেই নিয়েছি।’

ফুটবলকে বিদায় বলার মুহূর্তেও দারুণ ফর্মে আছেন এই আর্জেন্টাইন। শেষ ১৪ ম্যাচে তার ক্লাব ইন্টার মিয়ামির হয়ে ১২ গোল করে ফেলেছেন। ক্লাব ক্যারিয়ারে ৭টি ভিন্ন ক্লাবের হয়ে ২৭৭ গোল করেছেন এই ফুটবলার। আর্জেন্টিনার জার্সিতেও তার নামের পাশে আছে ৩১ গোল।

হিগুয়েনের তিন ফাইনালের সেই তিন মিস দেখুন

 


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।