নাজমুল হক আরও বলেন, ঢাকার আশপাশের জেলা যেমন নরসিংদী এবং মুন্সিগঞ্জে ভারী মেঘ আছে। এর প্রভাবে রাজধানীর আকাশও ভার আর সঙ্গে বৃষ্টি।
রাজধানীর বৃষ্টির পরিমাণ সামান্য হলেও গত ২৪ ঘণ্টায় কিন্তু দেশের নানা প্রান্তে বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এর মধ্যে নেত্রকোনায় সর্বোচ্চ ৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ময়মনসিংহে বৃষ্টি হয়েছে ২২ মিলিমিটার। বগুড়ায় ১৫, দিনাজপুরে ১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এখনকার যে বৃষ্টি, তার কারণ পশ্চিমা লঘুচাপ, জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। এটা প্রাক্–মৌসুমি বায়ুর সময়। এখন মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে।
আজ ও আগামীকাল দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে ময়মনসিংহ, রংপুর ও সিলেটে আশঙ্কা বেশি।
One Reply to “মেঘাচ্ছন্ন আকাশসহ ছিপ ছিপ বৃষ্টিতে ভিজলো রাজধানী”
Comments are closed.