ঢাকা, বাংলাদেশ | রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   বাংলাদেশসহ ছয় দেশে পিঁয়াজ রপ্তানি করবে ভারত    দেশের আট জেলার ১৯ ইউনিয়ন পরিষদে ভোট চলছে    নতুন গন্তব্যে এমভি আবদুল্লাহ, ২৩ নাবিকের দেশে ফেরা নিয়ে নতুন তথ্য    তাপপ্রবাহে শিক্ষার্থীর ক্ষতি হলে দায় নিতে হবে সরকার ও স্কুলকে    হিট অ্যালার্টের মধ্যেই আজ খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান    পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে প্রাণ গেল মা ও দুই সন্তানের    আইবি বাংলো’র অর্থ আত্নসাতকারী সাইফুজ্জামান চুন্নু ধরাছোঁয়ার বাইরে    আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা    ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করলো মানব কল্যাণ পরিষদ    ইসরায়েলবিরোধী বিক্ষোভ, নারী অধ্যাপককে মাটিতে ফেলে হাতকড়া পরাল মার্কিন পুলিশ    হজ ফ্লাইট শুরু ৯ মে    মস্কো উৎসব জয় করলো বাংলাদেশি সিনেমা ‘নির্বাণ’    জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন লাটিম মার্কায়    বোরো ধানের দাম কম হওয়ায় কৃষকদের মুখে নেই হাসি    চুয়াডাঙ্গায় হজ্জ ও ওমরা প্রশিক্ষণ অনুষ্ঠিত 

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করতে

ভোট চাইলেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামলচন্দ্র ধর।

সভা আয়োজন করেছিল দেওয়ানগঞ্জ পৌরসভা।

আলোচনা সভায় ওসি বলেন, ‘এক কুচক্রী মহল কিন্তু গতকালকে আমাদের অনেক কুৎসা রটিয়েছে,

এগুলা থেকে আপনারা সাবধান থাকবেন।

সামনে আমাদের নির্বাচন আসছে, আপনারা সবাই সতর্ক দৃষ্টি রেখে কাজ করবেন যাতে আমরা পুনরায় আওয়ামী লীগকে বিপুল ভোটে জয়ী করতে পারি।’

ওসির বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে।

এ সময় দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপুকে সুযোগ্য মেয়র ও

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের এমপি আবুল কালাম আজাদকে মাটি ও মানুষের নেতা বলে অভিহিত করেন তিনি।

দেওয়ানগঞ্জ মডেল থানার পক্ষ থেকে সালাম জানিয়ে ওসি তাঁর বক্তব্য শেষ করেন।

দেওয়ানগঞ্জ পৌরসভা আয়োজিত দোয়া মাহফিলের পর দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি হয় দেওয়ানগঞ্জ পৌরসভা মাঠে।

পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ।

এ ব্যাপারে ওসি শ্যামলচন্দ্র ধর জানান, ‘একটি কুচক্রী মহল আমাকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।’

আরও পড়ুন :

এনএএন টিভি


One Reply to “আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করতে ভোট চাইলেন ওসি”

Comments are closed.

প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।