নীলফামারীতে বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উপলক্ষে ২৭ সেপ্টেম্বর শনিবার এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন টুরিস্ট পুলিশ নীলফামারী জোনের ইনচার্জ মোশফেকুর রহমান জেলা তথ্য অফিসের কর্মকর্তাসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এ অনুষ্ঠানে।
অতিথিবৃন্দ বলেন, পর্যটনের উন্নয়ন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্থানীয় ঐতিহ্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে এগিয়ে নিতে হবে।
র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলার সম্ভাবনাময় পর্যটনকেন্দ্রগুলোকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয় এবং নতুন পর্যটন কেন্দ্র হিসেবে নীলফামারীর সিংদই পদ্মবিল খুব দ্রুত ঘোষণা করা হবে তা নিয়ে প্রকল্পের কাজ প্রক্রিয়ায় আছে।
এনএএন টিভি / ওমর ফারুক