নাটোরের সিংড়ায় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে আয়োজনে স্কীল এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সে সেপ্টেম্বর ) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান জুড়ে ছিল শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন।
সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলম সেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের সেকশন অফিসার মাহবুবুল হোসেন, সিংড়া থানার ওসি মমিনুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার নাজনীন সুলতানা, বিভাগীয় প্রধান আরএসি নিরঞ্জন কুমার সরকার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইন্সট্রাক্টর (ইংরেজি) মন্জুরুল ইসলাম।
এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প প্রদর্শিত হয় এবং তাদের মেধা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ সনদ বিতরণ করা হয়।
এনএএন টিভি / মোঃ মোতালেব হোসেন