ঢাকা, বাংলাদেশ | রবিবার, ১২ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   ইন্দোনেশিয়ায় স্কুলবাস দুর্ঘটনায় নিহত ১১ জন    গোমস্তাপুরে ৮ শিক্ষকের মাদ্রাসায় ২ পরীক্ষার্থী, পাশ করেনি কেউ।    ২৯তম বার এভারেস্টের চূড়ায় পৌঁছে নিজের রেকর্ড ভাঙলেন কামি রিতা    টিকটকের বিজ্ঞাপন-সুবিধা চালু হলো বাংলাদেশে    সাংবা‌দিক পলা‌শের মে‌য়ে জি‌পিএ-৫ পে‌য়ে‌ছে    মুন্সিগঞ্জে উপজেলা নির্বাচনে পুলিশের উপর হামলা: ইউপি চেয়ারম্যান রিমান্ডে    খাগড়াছড়িতে বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত    এবারের এসএসসিতে ৫১ শিক্ষা প্রতিষ্ঠানের কেউই পাস করেনি: শিক্ষামন্ত্রী    চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত    আজ বিশ্ব মা দিবস    আজ আন্তর্জাতিক নার্স দিবস    আয়ারল্যান্ডে মেয়েকে নিয়ে সুন্দর মুহূর্তগুলো কাটাচ্ছেন প্রিয়াঙ্কা-নিক    রাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ    জি এম কাদেরের চেয়ারম্যান পদে দায়িত্ব পালনে বাধা নেই    ইসরায়েলে রকেট হামলায় আহত ৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে পুলিশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর্যায়ক্রমে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এরপর বৃহস্পতিবার সারাদেশের ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির প্রস্তাব অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বদলির আদেশপ্রাপ্ত এসব ওসিদের অধিকাংশই একই জেলাতে শুধুমাত্র ভিন্ন থানায় বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্স এর অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এরমধ্যে মানিকগঞ্জের সাত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারাও (ওসি) রয়েছেন। প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, মানিকগঞ্জের শিবালয় থানার ওসি শাহ নূর এ আলমকে হরিরামপুর থানায়,

ঘিওর থানার ওসি মো: আমিনুর রহমানকে সিংগাইর থানায়, দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম মোল্যাকে সাটুরিয়া থানায়,

সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলামকে মানিকগঞ্জ সদর থানায়, হরিরামপুর থানার ওসি সুমন কুমার আদিত্যকে দৌলতপুর থানায়,

মানিকগঞ্জ সদর থানার ওসি মো: আব্দুর রউফ সরকারকে শিবালয় থানায় এবং সাটুরিয়া থানার সুকুমার বিশ্বাসকে ঘিওর থানায় বদলি করা হয়।

একই জেলার ভিন্ন থানায় ওসিদের বদলির আদেশের পর দ্বাদশ সংসদ নির্বাচনের প্রার্থী ও ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

মানিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম বলেন,

নির্বাচন কমিশন চাইলে প্রশাসনের লোকজনকে বদলি না করেও সুষ্ঠু নির্বাচন করতে পারতেন।

যাদেরকে বদলি করা হলো তারা চাইলে অল্প সময়ের মধ্যেই তো যোগাযোগ করে প্রভাবিত হতে পারবে।

তবে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন যেহেতু এই পদক্ষেপ নিয়েছে, তাই এটাকে খারাপভাবে দেখার সুযোগ নেই। এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ।

ওসিদের একই জেলায় বদলির বিষয়ে গণফোরামের কেন্দ্রীয় সভাপতি ও মানিকগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ মফিজুল ইসলাম খান কামাল বলেন,

একই জেলার ভিন্ন থানায় ওসিদের বদলির বিষয়টি ফেয়ার হয়নি, এটা সম্পূর্ণ লোক দেখানো।

বদলি যেহেতু করলোই, তাহলে আরেকটু ভালোভাবে করতে পারতো।

মানিকগঞ্জ-৩ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী (বাছাইয়ে মনোনয়নপত্র বাতিলের পর আপীলকারী) অ্যাডভোকেট হাসান সাইদ বলেন,

এটা এক ধরনের মগজধোলাই। এক জেলার ভিন্ন থানায় বদলি তেমন ফলপ্রসু হবেনা।

এক জেলা থেকে আরেক জেলায় বদলি করলে হয়তো কিছুটা কাজে আসতো।

মানিকগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মমতাজ বেগম বলেন, নির্বাচন যাতে ভালো হয় নির্বাচন কমিশন সেটাই করেছে।

এটা নির্বাচন কমিশনের একটা প্রক্রিয়া। যেহেতু জেলার মধ্যেই বদলি হয়েছে, তাই অতটা সমস্যা হবে না।

এনএএন টিভি


One Reply to “মানিকগঞ্জের সাত ওসি মানিকগঞ্জেই বদলি”

Comments are closed.

প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।