নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের হাট কাঁপাবে ‘মহারাজা’

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সনমান্দী ইউনিয়নের কাফাইয়াকান্দা এলাকায় সোনারগাঁ ডেইরি ফুড এন্ড এগ্রো খামারে পালিত সাড়ে ১১শ কেজি ওজনের ‘মহারাজা’ সোনারগাঁয়ে হাট কাঁপাবে এবার। নিজস্ব জমিতে উৎপাদিত কাঁচা ঘাস ও মানসম্মত সাইলেজ ও দানাদার খাবার খাওয়ানোর মাধ্যমে গত ৫ বছর ধরে মহারাজাকে লালন পালন করে এ বছর বিক্রি করবেন খামারের মালিক নজরুল ইসলাম।

সোনারগাঁ উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, সোনারগাঁয়ে ছোট বড় মিলিয়ে প্রায় ১২শ গরুর খামার রয়েছে। তার মধ্যে অর্ধ শতাধিক খামারে সংখ্যায় বেশি গরু পালন করা হয়। এ বছর সোনারগাঁয়ে ২০ হাজারের অধিক কোরবানির পশুর চাহিদা রয়েছে। তার মধ্যে ৯ হাজারের মতো পশু রয়েছে। কোরবানির পশুর বাকি চাহিদা বিভিন্ন জেলা থেকে পূরণ করা হবে।

সোনারগাঁ ডেইরি ফুড অ্যান্ড এগ্রো খামারের মালিক নজরুল ইসলাম বলেন, তার খামারে তিনটি বড় গরু রয়েছে। যার মধ্যে ৮শ কেজি ওজনের একটি গরু বিক্রি হয়েছে। সাড়ে ৮শ কেজি ওজনের একটি গরু ও সাড়ে ১১শ কেজি ওজনের মহারাজার দরদাম চলছে। মহারাজার দাম হাকানো হয়েছে ১৬ লাখ টাকা।

এনএএন টিভি