রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদী থেকে অজ্ঞাত এক বক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহ উদ্ধার করে। ওই ব্যক্তির বয়স অনুমানিক ৩৫ বছর হতে পারে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, রাজবাড়ীর স্থানীয়রা দুপুরে মরদেহটি দৌলতদিয়া ফেরিঘাটের পাশে একটি বালুর চাতালের নিচে দেখতে পায়। পরে দৌলতদিয়া নৌ পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মরদেহ উদ্ধার করেন।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্য মো. নাঈম বলেন, দৌলতদিয়া ৭নং ফেরিঘাটের কাছ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তি ২০/২৫ দিন আগে মারা গিয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
One Reply to “রাজবাড়ীর পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার”
Comments are closed.