ঢাকা, বাংলাদেশ | শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   বাংলাদেশি পণ্যের রপ্তানি কমছে ভারতে    বস্তু হিসেবে রেকর্ড গড়ে টাইটানিকের দরজা, বেশি দামে বিক্রি হওয়ায়    নাটোরে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, ৪ বন্ধু আটক    চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে দুই গ্রুপে সংঘর্ষে আহত বাক্তির মৃত্যু    আর্জেন্টিনা ৭০ হাজার সরকারি কর্মীকে বরখাস্ত করতে যাচ্ছে    ৬০ কিমি বেগে রাতেই যেসব জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা    ফকিরহাটে ষাটোর্ধ্ব নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার    খালেদা জিয়া গুরুতর অসুস্থ: মির্জা ফখরুল    লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে ১৫,০০০/- টাকা জরিমানা    দুটো ছেলে মানুষ করা খুব শক্ত কাজ –কারিনা কাপুর    রাজধানীর খিলগাঁওয়ে অটোরিকশাচালকের অস্বাভাবিক মৃত্যু    কেন ধীর হয়ে আসছে পৃথিবীর ঘূর্ণন, সতর্ক করলেন বিজ্ঞানীরা    শুক্রবার প্রাথমিকে শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের পরীক্ষা    ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসতে পারে শুক্রবার    ড. ইউনূসের পুরস্কার গ্রহণ গাজায় গণহত্যা সমর্থনের শামিল: পররাষ্ট্রমন্ত্রী

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আর ঈদুল ফিতর সামনে রেখে নারায়ণগঞ্জে রূপগঞ্জের জামদানি পল্লিতে বেচাকেনা এখন জমজমাট।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের নোয়াপাড়া গ্রামের জামদানি পল্লি।

পহেলা বৈশাখ ও ঈদ উপলক্ষে ক্রেতাদের চাহিদা মেটাতে কারখানাগুলোতে এখন ব্যস্ত সময় পার করছেন কারিগররা।

আর দুই উৎসবের বাজার ধরতে নতুন ডিজাইনের বাহারি রঙের জামদানির পসরা সাজিয়েছেন বিক্রেতারা।

তিন হাজার টাকা থেকে শুরু করে আড়াই লাখ টাকা মূল্যের জামদানিও কারিগররা তৈরি করছেন এসব কারখানায়।

ক্রেতারা জানান, এখানে বিভিন্ন মান ও দামের জামদানি পাওয়া যায়। তাইতো চাহিদা অনুযায়ী কিনতে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন তারা।

তবে ভালো নেই জামদানির কারিগররা। পরিশ্রম অনুযায়ী ন্যায্য মজুরি না পাওয়ায় সংসার চালাতেই হিমশিম খাচ্ছেন তারা।

কারিগররা জানান, কাজের তুলনায় তাদের মজুরি কম। রাতদিন কাজ করেও পর্যাপ্ত মজুরি পান না তারা।

এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ সবকিছুর দাম বাড়ায় পরিবার নিয়ে তাদের চলাটাই কষ্টসাধ্য হয়ে উঠছে।

এদিকে দেশ-বিদেশে জামদানি পণ্যের ব্যাপক চাহিদা সৃষ্টি হওয়ায় ২০১৬ সালে নারায়ণগঞ্জের জিআই পণ্য হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করে।

তবে কারখানা মালিকদের অভিযোগ, মধ্যস্বত্বভোগীরা অধিক মুনাফা লুফে নেয়ায় জামদানি উৎপাদন করেও ন্যায্যমূল্য পাচ্ছেন না কারিগর ও তাঁতিরা।

ইসলাম জামদানির স্বত্বাধিকারী মো. নুরুল ইসলাম বলেন, মধ্যস্বত্বভোগীদের কারণে তাঁতিরা কোন সুযোগ-সুবিধা পাচ্ছেন না।

এজন্য সরকারকে উদ্যোগী হওয়ার আহবান জানান তিনি।

আর ন্যায্যমূল্য পেতে সরকারের পাশাপাশি বেসরকারিভাবে প্রচার বাড়ানো দরকার বলে মনে করেন বিসিক শিল্পনগরীর কর্মকর্তারা।

নারায়ণগঞ্জে রূপগঞ্জের বিসিক শিল্পনগরীর কর্মকর্তা বায়েজিদ হোসেন বলেন, এখনও অনেক মানুষ জানে না জামদানি কোথায় তৈরি হয়।

এর জন্য মিডিয়ার মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা দরকার। এতে ক্রেতারা সরাসরি পল্লিতে এসে নিজেদের পছন্দমতো জামদানি কিনতে পারবেন;

আর এর কারিগর ও তাঁতিরাও ন্যায্যমূল্য পাবেন।

রূপগঞ্জের নোয়াপাড়া গ্রামের জামদানি পল্লিতে ৩ শতাধিক কারখানায় ২ হাজারের বেশি কারিগর এ পেশায় নিয়োজিত।

প্রতি শুক্রবার ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত সাপ্তাহিক হাট বসে এখানে।

আরও পড়ুন: 

এনএএন টিভি


One Reply to “জামদানি পল্লিতে বেচাকেনা জমজমাট রূপগঞ্জে”

Comments are closed.

প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।