ঢাকা, বাংলাদেশ | বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   মতলব উত্তরে লাইসেন্সবিহীন দোকানে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার    কোরআনের পাখিদের নিয়ে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের ইফতার    মতলব উত্তরে লাইসেন্সবিহীন দোকানে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার    কুড়িগ্রামে মধ্য কুমরপুর লাইজু কিডস্ ফুটবল একাডেমির শুভ উদ্বোধন    রায়পুরায় স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিশাল র‌্যালী ও জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ    কুড়িগ্রামে মা ও শিশু পুষ্টি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত    শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব    বিয়ের আগে যেকারনে ‘লিভ টুগেদার’ করেন, জানালেন আলিয়া    ঐতিহাসিক বদর দিবস আজ    টেনিস তারকা সানিয়া মির্জার রাজনীতিতে নামার গুঞ্জন    কুড়িগ্রামে পৌঁছলেন ভুটানের রাজা    ডি মারিয়ার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি    ইতালিতে প্রথমবারের মতো মসজিদে মাইকে আজান    পুঁজিবাজারে সূচকের বড় পতন    মন্দিরে গোপনে বিয়ে করলেন বলিউড তারকা অদিতি-সিদ্ধার্থ

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রীসহ ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক যাত্রী।

রোববার (৩০ এ‌প্রিল) দুপুর পৌ‌নে ১টার দি‌কে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়‌কের ধনবাড়ী উপ‌জেলার বা‌ঘিল বাজার এলাকায় এই ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন বাঘিল গ্রামের কালাম মিয়ার মেয়ে রশনি আক্তার (১৪), জয়নাল মিয়ার মেয়ে বিথী আক্তার,

নরিল্লাহ গ্রামের নিয়ত আলীর ছেলে ও অটোরিকশা চালক হামিদ মিয়া (৬৫), গোপালপুর উপজেলার হাদিরা গ্রামের জালাল মিয়া ছেলে যাত্রী মোস্তফা মিয়া (৫২)।

এর মধ্যে নিহত রশনি ও বিথী আক্তার বাইঘাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বলে জানা গেছে।

এদিকে, বাস-অটোরিকশার সংঘর্ষে নিহতদের ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ লোকজন প্রায় ১ ঘণ্টা টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে।

যার কারণে যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন চলাচলরতরা। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ জনতা।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোহাম্মদ মাজহারুল আমিন জানান,

“জামালপুর থেকে ছেড়ে একটি বাস ঢাকা যাচ্ছিল।

পথিমধ্যে ৪ জন যাত্রী নিয়ে মধুপুর থেকে ধনবাড়ী আসার পথে বাঘিল এলাকায় সংঘর্ষের কবলে পড়ে বাস-অটোরিকশা।

এতে ঘটনাস্থলে অটোরিকশা চালকসহ দুই জন মারা যায়।”

তিনি আরও জানান, পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়। তাদের মরদেহ স্বজনরা বাড়ি নিয়ে গেছেন। বাকি দুইজনের মরদেহ থানায় রয়েছে।

এ বিষয়ে নিহতদের পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি। তবে, বাসটি আটক করা হয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

আরও পড়ুন:

এনএএন টিভি


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।