ঢাকা, বাংলাদেশ | শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   রাজধানীতে বাসের কাচ ভেঙে স্পেশাল ব্রাঞ্চের রিপোর্টারের মৃত্যু    যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান    কুড়িগ্রামে লাইজু কিডস ফুটবল একাডেমীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।     পয়েলা বৈশাখে ওড়ানো যাবে না ফানুস    ইসলামী শিক্ষা সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল করলো মানব কল্যাণ পরিষদ    ৫ কেজি ওজনের তরমুজ ১০০ টাকায় মিলছে!    রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সে দুর্বৃত্তের আগুন    চিকেন বারবিকিউ তৈরি করবেন যেভাবে    ফিরে পেলেন ১১ বছর আগে হারানো সন্তান, ওমরাহ পালনে গিয়ে    অন্তঃসত্ত্বা প্রসঙ্গে মুখ খুললেন পরিণীতি    ২৩৮ বার হেরেও ফের নির্বাচনে লড়বেন তিনি    জন্মের পরেই এত বড়লোক রাহা! ২৫০ কোটি রুপির বাংলো উপহার দেবেন আলিয়া-রণবীর    ব্যবহৃত অলংকারের জাকাত দিতে হবে কি?    ১৩.৬৪ সেকেন্ডে ১ লিটার লেবুর শরবত খেলেন ডেভিড    জুমার দিন দরুদ পড়ার ফজিলত

দীর্ঘ তিন মাস ধরে বন্ধ আছে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে রেল চলাচল। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের।

এর আগে গত ৪ ডিসেম্বর পদ্মা সেতু রেল সংযোগ ও ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ উন্নয়ন প্রকল্পের কাজের কারণে অনির্দিষ্টকালের জন্য এ রুটে রেল চলাচল বন্ধ ঘোষণা করে রেল কর্তৃপক্ষ।

তিন

নারায়ণগঞ্জ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের তথ্য অনুযায়ী, প্রতিদিন প্রায় ৪০ হাজার মানুষ ট্রেনের মাধ্যমে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচল করে।

মূলত কম ভাড়া ও সময় সাশ্রয়ের জন্য ট্রেনকে যাতায়াতের মাধ্যম হিসেবে বেছে নেন যাত্রীরা।

এদিকে দীর্ঘ তিন মাস ধরে রেল চলাচল বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

ভোগান্তিতে পড়েছেন নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ ও মহিলা কলেজের শিক্ষার্থীরাসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও।

ফতুল্লা এলাকার বাসিন্দা তোলারাম কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আশফাক আহমেদ টিটু জানান, আমাদের অনেক শিক্ষার্থী ট্রেনের মাধ্যমে চলাচল করত।

ফতুল্লা, গেন্ডারিয়া এলাকা থেকে আমরা ট্রেনে খুব অল্প সময়ে ও কম ভাড়ায় আসতে পারতাম।

তবে এখন সেই সুযোগ নেই। বাসে অথবা টেম্পোতে করে বেশি ভাড়া দিয়ে আমাদের আসতে হচ্ছে। তারপরেও আমরা সময়মতো কলেজে পৌঁছাতে পারি না।

ঢাকার বাবুবাজারের চাল ব্যবসায়ী ইবনে হাসান জানান, আগে ট্রেনে যাতায়াত করতাম। টাকা ও সময় দুটোই কম লাগতো।

এখন সড়ক পথে চলাচলে প্রতিদিনই নানা ভোগান্তি পোহাতে হয়।

নারায়ণগঞ্জ চাষাঢ়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাষ্টার খাজা জানান, এখনও ট্রেন কবে চলাচল শুরু হবে তা জানানো হয়নি।

এ বিষয়ে কোনো তথ্য নেই। তবে দ্রুতই এটি চালু হবে আশা প্রকাশ করেছেন তিনি।


One Reply to “তিন মাসেও চালু হয়নি ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন”

Comments are closed.

প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।