ঢাকা, বাংলাদেশ | শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   রোটারী ক্লাব অব নাঃগঞ্জ শীতলক্ষ্যার উদ্যোগে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ    চাঁদরাতে চরকিতে মুক্তি পাবে ‘মনোগামী’    মায়ের মেসওয়াক আনতে গিয়ে প্রাণ গেল শিশু শাহিনের    ১৩ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত    চার বিভাগে ঝড়-বৃষ্টির আভাস    রাজার আমন্ত্রণে ভুটান সফরে তথ্য প্রতিমন্ত্রী    বাজারে মাছ ও মাংসের দাম এখনো চড়া    সাগরে পড়ল রুশ সামরিক উড়োজাহাজ    চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে হাত–পা কাটা পড়ল যুবকের    দখল আর দূষণে অস্তিত্ব সংকটে ‘প্রাণ সায়ের খাল’    এখনই তৈমুর ছোট ভাইয়ের ওপর খবরদারি করে, বললেন কারিনা    নকলায় অটোচুরির গডফাদার আলাল উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার    আখের রস দিয়ে গুড় তৈরি করে লাভবান হচ্ছে পাঠাকাটার কৃষকরা    বৈসাবী ও বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা    বাংলাদেশি পণ্যের রপ্তানি কমছে ভারতে

বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

তিনি বলেন, নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। আমরা সেই গ্যারান্টি দিচ্ছি। যতক্ষণ আছি এই চেয়ারে, সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করে যাব।

নির্বাচন

রাজধানীর আগারগাঁওয়ের ভবনে আজ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. আলমগীর এসব কথা বলেন।

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন কোনো আপস করবে না জানিয়ে বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে না পারলে আমরা দায়িত্ব থেকে সরে যাব।

ইসি আলমগীর বলেন, ‌আমরা সুষ্ঠু নির্বাচন করতে পারব না, এটা বিশ্বাস করি না।

আপনারা যদি হাইপোথিটিক্যালি বলেন যে, এটা সম্ভব নয়, তখন আমরা সে দায়িত্ব পালন করব না।

আমরা যে কাজের জন্য শপথ করেছি, সেটা যদি না-ই করতে পারি, তাহলে এই চেয়ারে থাকব কেন?

গাইবান্ধা উপনির্বাচনের উদাহরণ দিয়ে তিনি বলেন, প্রশাসনে যারা কাজ করেছিলেন, যাদের গাফিলতি পাওয়া গেছে বা যারা অন্যায় কাজের সঙ্গে জড়িত ছিলেন,

তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চিঠি দিয়েছি এবং সেটা মনিটরিং করেছি।

কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, আমরা দু–এক সপ্তাহ পরপরই মনিটর করছি। প্রার্থীর সংশ্লিষ্টতা তো আমরা বলতে পারি না।

যারা জড়িত ছিল, তারা প্রার্থীর কথা বলে নাই। তারা কেন বলল না, সেটাই তো রহস্য।

দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব কি-না, জানতে চাইলে মো. আলমগীর বলেন, কমিশন চাইলে সেটা সম্ভব।

পৃথিবীর প্রায় সব দেশেই দলীয় সরকারের অধীনেই নির্বাচন হয়। এটা নির্ভর করে কমিশন কতটা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করে, তার ওপর।

তিনি বলেন, অতীতে ইসি কেন পারেনি, সেটা অতীতের কমিশন বলতে পারবে। আগের কমিশন আর বর্তমান কমিশনের মানুষ ভিন্ন।

তাদের আচরণের সঙ্গে এদের আচরণ মিলবে না।

তিনি বলেন, কমিশনের দায়িত্ব হচ্ছে ভোট সুষ্ঠুভাবে পরিচালনা করা। নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই লেবেল প্লেয়িং ফিল্ড থাকা।

নির্বাচনে যারা অংশ নেবেন, তারা যেন স্বাধীনভাবে প্রচার করতে পারেন, ভোটাররা যাতে ভোটকেন্দ্রে এসে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন,

ভোট গণনা যাতে সুষ্ঠুভাবে হয়, নির্বাচনের ফলাফলে ভোটারদের ইচ্ছা যেন সঠিকভাবে প্রতিফলিত হয়- সেটা ইসির দায়িত্ব।


2 Replies to “নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে, আমরা গ্যারান্টি দিচ্ছি”

Comments are closed.

প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।