নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) বর্জ্য ব্যবস্থাপনা ও পর্যাপ্ত জনবল থাকলেও ওয়ার্ডগুলোতে কোন ডাস্টবিন না থাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে।
নগরীর প্রধান সড়কগুলোর দুই পাশের বিভিন্ন স্থান ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।
এতে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী ও নগরবাসী।
এ বিষয়ে জানতে চাইলে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন করার কথা জানিয়ে জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ আব্দুল করিম বাবু।
নগরীর প্রধান সড়কগুলো ঘুরে দেখা গেছে, রাস্তায় যত্রতত্র ময়লা আবর্জনার স্তূপ জমে আছে।
ময়লা আবর্জনার দুর্গন্ধ এতোই প্রকট, রাস্তায় চলাচলে নাকে রুমাল বা হাত চেপে রাখতে হয়। দুর্গন্ধে নাড়িভুঁড়ি পর্যন্ত বের হয়ে আসার উপক্রম হয়।
নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়কগুলোর এমন চিত্র দীর্ঘদিনের।
সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে কোথাও ময়লা আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট ডাস্টবিন রাখা হয়নি।
ফলে রাস্তার দুই পাশে অন্তত পঁচিশটি স্থানে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা হচ্ছে।
প্রতিদিন বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, কমিউনিটি সেন্টার ও বেসরকারি ক্লিনিক হাসপাতালের বর্জ্যসহ বাসা বাড়ির ময়লা আবর্জনা এনে ফেলা হচ্ছে এই স্থানগুলোতে।
নগরবাসীর অভিযোগ, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ দিনে একবার এসব স্থানের বর্জ্য অপসারণ করলেও সারাদিন দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষণের পাশাপাশি ভোগান্তির শিকার হচ্ছেন পথচারীরা।
এছাড়া স্থায়ী ডাম্পিং জোন না থাকায় অপসারণকৃত বর্জ্য জমা করা হচ্ছে উন্মুক্ত স্থানে। সেখানেও মানুষের ভোগান্তি।
আরও পড়ুন : চাকরি দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণ, কৌতুক অভিনেতা গ্রেফতার
তবে প্যানেল মেয়র-১ আব্দুল করিম বাবু জানান, নগরীর প্রধান সড়কগুলো পর্যাপ্ত প্রশস্ত না হওয়ায় রাজধানীর মতো সেকেন্ডারি ট্রান্সপার স্টেশন বসানো সম্ভব হচ্ছে না।
নগরবাসীর এই ভোগান্তি দূর করতে পরিবেশ বান্ধব আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপারে নানা পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি।
প্যানেল মেয়র-১ আব্দুল করিম বাবু বলেন, সিটি কর্পোরেশনের নিজস্ব জায়গায় একটি ডাম্পিং জোনের কাজ চলমান আছে।
সকল ওয়ার্ডের বর্জ্য এখানে এনে রিফাইন করা হবে।
এটি বাস্তবায়ন হলে নগরীর কোথাও আর ময়লা আবর্জনা পড়ে থাকবে না।
ময়লা বিক্রি করে যেমন আয় হবে তেমনি জনগণের দুর্ভোগও কমবে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, ২৭টি ওয়ার্ডের বর্জ্য অপরসারণের কাজে এক হাজার ১৫০ জন পরিচ্ছন্নতাকর্মী নিয়োজিত আছেন।