বাজারে সস্তার প্রোটিন বলে পরিচিত ব্রয়লার মুরগির দামে লাগাম টানা যাচ্ছে না। সেই ২০০ টাকার ঘরেই ঘোরাফেরা করছে।
গত সপ্তাহে বাজারে এই মুরগি ২৪০-২৫০ টাকা কেজি দরে বিক্রি হলেও চলতি সপ্তাহে তা ২৬০ টাকা কেজি।
মাংস, ডিম ও সবজির বাজার আগের মতো চড়া। সপ্তাহের ব্যবধানে নতুন করে বেড়েছে বিভিন্ন মসলা জাতীয় পণ্যের দাম।
এর মধ্যে রয়েছে শুকনা মরিচ, আদা, রসুন, দারুচিনি।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার ও গুলশান এলাকার কয়েকটি কাঁচাবাজারে খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
বাজার ঘুরে ব্রয়লার মুরগি ২৬০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়, যা গত সপ্তাহে ছিল যথাক্রমে ২৪০ থেকে ২৫০ টাকা কেজি।
সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে ১০ টাকা। গরুর মাংস ৭৫০ টাকা ও খাসির মাংস এক হাজার ১০০ টাকা কেজি।
গত সপ্তাহেও এগুলোর দাম প্রায় একই রকম ছিল। তবে গত সপ্তাহে এলাকাভেদে গরুর মাংস ৮০০ টাকা কেজিতেও বিক্রি হয়েছে।
আরও পড়ুন : জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে স্পিকারের শ্রদ্ধা নিবেদন
সবজির বাজার গত সপ্তাহের মতোই চড়া। টমেটো বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে।
বেগুন (সাদা) ৮০, কালো বেগুন ৯০, পেঁপে ৪০, শসা ৫০ থেকে ৬০, গাজর ৫০ থেকে ৬০, পটোল ৮০, পেঁয়াজ ৫০, করলা ১৪০ টাকা।
লাউ আকারভেদে প্রতিটি ৬০ থেকে ৭০ টাকা, ফুলকপি মাঝারি আকারের প্রতিটি ৬০ টাকা, বাঁধাকপি প্রতিটি ৩০ থেকে ৪০ টাকা।
শজনে ১৬০ টাকা, ক্যাপসিকাম ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সরকারি বিপণন সংস্থা টিসিবির তথ্য বলছে, দেশি শুকনা মরিচ ৩৯০ থেকে ৪৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
গত সপ্তাহে ছিল ৩২০ থেকে ৪২০ টাকা কেজি। দেশি আদা ১৫০ থেকে ১৮০ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল ১৪০ থেকে ১৫০ টাকা।
আমদানি করা চীনা রসুন বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৭০ টাকা কেজি দরে, যা গত সপ্তাহে ছিল ১০০ থেকে ১৫০ টাকা কেজি।
দারুচিনি ৪৫০ থেকে ৫২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ৪৩০ থেকে ৪৬০ টাকা কেজি।