পশ্চিমবঙ্গে আলোচিত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় স্বামী বনি সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদের পর এবার মুখ খুললেন অভিনেত্রী কৌশানী। কারণ এ ঘটনায় নাম জড়িয়য়েছে তারও।
অভিনেত্রীর বিরুদ্ধেও কুন্তলের কাছ থেকে মোটা টাকা নেওয়ার প্রমাণ রয়েছে বলে ইডি সূত্রে খবর প্রকাশ করেছে ওপার বাংলার কয়েকটি গণমাধ্যম। তবে, বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে আলোচিত এই বিষয়ের সব অভিযোগ অস্বীকার করেন কৌশানি।
তিনি বলেন, কাজের সূত্রে যা প্রাপ্য তাই নিয়েছি। কুন্তলের সঙ্গে আমার কোনো ঘনিষ্ঠ সম্পর্ক নেই। কুন্তল একজন ইভেন্ট ম্যানেজার। ওর সৌজন্যে কয়েকটি জায়গায় হাজির হয়েছিলাম। তার যা প্রাপ্য সেটাই আমাকে ও পাঠিয়েছে। এ রকম হাজারটা ইভেন্ট ম্যানেজারের সঙ্গে আমরা কাজ করি; কে কীভাবে টাকা উপার্জন করছেন সেটি তো আমাদের পক্ষে জানা সম্ভব নয়।
তিনি আরও জানান, বনি সেনগুপ্তের পেশাদারি যাবতীয় লেনদেন দেখেন তার মা ও বাবা। এ ব্যাপারে আমার কোনো ভূমিকা নেই। বনির টাকার হিসাব ও আর ওর মা-বাবা দিতে পারবেন। আমাদের সম্পর্ক ঘরের মধ্যে। আমি সম্পর্ক ঘরের বাইরে কখনো বের করিনি।
বনি এত দামি গাড়ি কিনেছেন, তাতে তার মনে কোনো প্রশ্ন জাগেনি এমন প্রশ্নে কৌশানি বলেন, বনি একজন সফল অভিনেতা। তিনি একটা দামি গাড়ি কিনবেন এতে প্রশ্ন জাগার কী আছে? এটি ওর পেশাদারি ব্যাপার। আমি তার মধ্যে প্রশ্ন তুলতে যাব কেন?
উল্লেখ্য, টালিউড অভিনেতা বনি সেনগুপ্তকে দুই দফায় জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
One Reply to “আলোচিত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কৌশানীর বক্তব্য”
Comments are closed.