শ্রীদেবী কন্যা বলিউড নায়িকা জাহ্নবী আজ ২৬ বছরে পা রেখেছেন।
প্রসঙ্গত, কিংবদন্তি চিত্রনায়িকা শ্রীদেবীর মৃত্যুর পর শ্রীদেবী কন্যা বলিউড নায়িকা জাহ্নবীর মনে একটা গভীর ক্ষতের সৃষ্টি হয়েছিল। তখন থেকেই ‘ক্যামেরা’ তার সবচেয়ে কাছের জিনিস হয়ে উঠেছে বলে জানিয়েছেন শ্রীদেবী ও বনি কাপুরের মেয়ে জাহ্নবী।
শ্রীদেবীর মৃত্যু নিয়ে এক সাক্ষাৎকারে জাহ্নবী বলেন, ‘যখন আমি মাকে হারাই, সেটা একটা বিরাট বড় ক্ষতি ছিল। আমার হৃদয়ে একটা গর্ত তৈরি হয়ে গিয়েছে। একটা ভয়ংকর অনুভূতি, কিছু একটা খারাপ ঘটে গিয়েছে। আমি আজীবন অনেক সুবিধাভোগ করেছি, সবকিছু খুব সহজে পেয়েছি। আমার মনে হয়েছিল- আচ্ছা, এই খারাপ ঘটনাটা আমার প্রাপ্য। আমার প্রাপ্য এই ভয়ংকর অনুভূতিটা। একটা অদ্ভুত শান্তির অনুভূতি ছিল’।
এই বলিউড অভিনেত্রী আরও জানান, মায়ের মৃত্যুর পর তার সবচেয়ে কাছের জিনিস হয়ে ওঠে ক্যামেরা। কারণ মা ছোট থেকে সেভাবেই তাকে গড়ে তুলেছেন। শ্রীদেবী তাকে সবসময় শিখিয়েছেন ক্যামেরার সামনে কিভাবে নিজের সেরাটা তুলে ধরতে হয়। মায়ের সঙ্গে শেষবার যখন কথা হয় সেটাও ছিল ছবি সংক্রান্ত।
উল্লেখ্য, জাহ্নবীর প্রথম ছবির শুটিং চলাকালীন সময়েই দুবাইয়ের এক সাত তারকা হোটেলের স্নানঘরের বাথটবে ডুবে ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি মৃত্যু হয় শ্রীদেবীর।
One Reply to “শ্রীদেবী কন্যা জাহ্নবীর ২৬ বছরে পদার্পণ”
Comments are closed.