চলন্ত ট্রেন প্ল্যাটফর্ম পার হচ্ছিলো। এমন সময় হঠাৎ এক নারী ছেলেকে নিয়ে তড়িঘড়ি করে ট্রেন থেকে নামার চেষ্টা করেন। কিন্তু সুবিধামতো নামতে না পেরে হোঁচট খেয়ে পড়ে ট্রেনের নিচে পড়ে যাচ্ছিলেন। ঠিক তখনই ছুটে এসে এক পুলিশ কর্মকর্তা সন্তানসহ ওই নারীকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়লে উক্ত ভিডিও মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
ভারতের উত্তর প্রদেশের কানপুরের এ ঘটনা রেলস্টেশনে থাকা ক্লোজড সার্কিট ক্যামেরায় (সিসিটিভি) ধরা পড়েছে। আর উক্ত ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছে উত্তর প্রদেশ পুলিশ। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পর অনেকে প্রতিক্রিয়া জানিয়েছেন। ইতোমধ্যে ২০ হাজারের বেশিবার দেখা হয়েছে ভিডিওটি। ভিডিওর নিচে এসেছে অসংখ্য মন্তব্য। যার বেশির ভাগই পুলিশ কর্মকর্তার ভূয়সী প্রশংসা।
একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, ‘ইয়াংম্যানকে স্যালুট জানাই।’ ভিডিওটির নিচে আরেকজন লিখেছেন ‘ভালো একটি কাজ।’ অপর একজন লিখেছেন, ‘উত্তর প্রদেশের পুলিশকে স্যালুট।’
One Reply to “ট্রেনে কাটা পড়তে যাওয়া নারীকে বাঁচালো পুলিশ”
Comments are closed.