পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ২০২৩ সালের মে মাসে সামরিক স্থাপনায় হামলার সঙ্গে সম্পর্কিত আটটি মামলায় জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) দেশটির সর্বোচ্চ আদালত তার জামিন মঞ্জুর করেছেন।
বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ লাহোর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইমরান খানের আপিল মঞ্জুর করেছে, যা ২০২৩ সালের সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট আটটি মামলায় তার জামিন আবেদন খারিজ করে দিয়েছে।
আদালত ৭২ বছর বয়সি ইমরান খানকে অন্য কোনও মামলায় অভিযুক্ত না করা হলে মুক্তির নির্দেশ দিয়েছে। তবে, দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তাকে কারাগারেই থাকতে হবে।
এর আগে ২০২৪ সালের নভেম্বরে, লাহোরের একটি সন্ত্রাসবিরোধী আদালত দাঙ্গার সাথে সম্পর্কিত মামলায় ইমরানের জামিন প্রত্যাখ্যান করেন।
কারাবন্দি পিটিআই নেতার সেই আবেদন ২৪ জুন লাহোর হাইকোর্ট (এলএইচসি) প্রত্যাখ্যান করে। পরবর্তীতে কয়েকদিন পরে, ইমরান সুপ্রিম কোর্টে আবারও আবেদন করেন।
গত দুই বছরেরও বেশি সময় ধরে বেশ কয়েকটি দুর্নীতি মামলায় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন ইমরান খান।
One Reply to “৮ মামলায় জামিন পেলেন ইমরান খান”
Comments are closed.