ময়মনসিংহে প্রধানমন্ত্রীর ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিভাগীয় জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামীকাল শনিবার সভায় তিনি নৌকা মার্কায় ভোট চাইবেন এবং ময়মনসিংহের উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেবেন বলে আশা করছেন নেতাকর্মীরা।
প্রায় সাড়ে চার বছর পর নগরীর সার্কিট হাউস ময়দানে প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
নগরী ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে।
আগামীকালের জনসভায় ময়মনসিংহ ছাড়াও জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার নেতাকর্মীরা অংশ নেবেন।
জনসভা সফল করতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন তৃণমূল পর্যায়ে সভা করেছে।
সভার জন্য সার্কিট হাউস ময়দানে গড়ে তোলা হয়েছে নৌকা আকৃতির বিশাল মঞ্চ।
দলের নেতারা বলছেন, ১০ লাখের বেশি মানুষ সভায় যোগ দেবেন।
মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন রিপন বলেন,
প্রধানমন্ত্রী এই এলাকার জন্য অনেক কিছু করেছেন।
এবারের সফরেও তিনি মানুষের আশা পূরণ করবেন। ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও
উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে তৃণমূলে ব্যাপক সাড়া পড়েছে।
জনদাবিগুলো পূরণ করবেন প্রধানমন্ত্রী– এমনটি আশা করছি।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জেলা নাগরিক আন্দোলন, উন্নয়ন সংগ্রাম পরিষদ এবং
জনউদ্যোগ ময়মনসিংহ পৃথক সংবাদ সম্মেলন করে বিভিন্ন দাবি তুলে ধরেছে।
নাগরিক আন্দোলন ২৩ দফা দাবি এবং জনউদ্যোগ ময়মনসিংহ ১৮ দফা দাবি প্রশাসন ও রাজনৈতিক নেতাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠায়।
দাবিগুলোর মধ্যে মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিমানবন্দর, ৩ হাজার শয্যার জেনারেল হাসপাতাল,
ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, শহরের অভ্যন্তর থেকে রেললাইন অপসারণ, বন্ধ গ্যাস সংযোগ চালু করা।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন,
জনসভায় ১০ লাখের বেশি লোক সমাগম হবে বলে আশা করা হচ্ছে।
মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন,
প্রধানমন্ত্রী ১০২টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন।
জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান জানান, এই সফরে প্রধানমন্ত্রী কী কী উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন– তার তালিকা করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।
ফিরতি নির্দেশনা এখনও পাওয়া যায়নি।
One Reply to “প্রধানমন্ত্রীর জনসভায় ১০ লাখ মানুষ আনার প্রস্তুতি”
Comments are closed.