মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষের শক্তির মধ্যে আট-নয় মাস পর একটা পরীক্ষা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।
তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ শেষ পর্যায়ে, এখন স্মার্ট বাংলাদেশের ঘোষণা দেওয়া হয়েছে।
স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধের চেতনার নাগরিকরা যুক্ত না হলে উদ্দেশ্য সফল হবে না। সে জন্য আর আট-নয় মাস পরে একটা পরীক্ষা হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত গোলটেবিল আলোচনায় জাতীয় নির্বাচনের ইঙ্গিত করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিক উপলক্ষে ‘তোমার আলোয় উজ্জ্বল বাংলাদেশ’শীর্ষক আলোচনায় দেশের বিশিষ্টজনরা অংশ নেন।
টুকু বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যক্তি জীবনে মুজিব ছিলেন আর রাজনৈতিক জীবনে বঙ্গবন্ধু হয়েছেন।
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বঙ্গবন্ধুকে জানা জরুরি।
বঙ্গবন্ধুর জীবনের নানা দিক উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, বিশ্বব্যবস্থায় তিনি অনুধাবন করতে পেরেছিলেন,
যার জন্য তিনি নিপীড়িত ও নির্যাতিত মানুষের পক্ষে ছিলেন।
তিনি বিশ্ব নেতৃত্বের সঙ্গে যখন মিলিত হতেন অবহেলিত মানুষের কথা বলতেন। তার নিজের কী হবে তা তিনি ভাবতেন না।
বাংলাদেশ বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতো অবস্থায় এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি ক্ষেত্রে আমাদের সতর্ক থাকা দরকার।
আগামী কয়েক মাস পরে একটা পরীক্ষা হবে এ স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য।
এর জন্য কাউকে বলে দিতে হবে না কী করতে হবে।
কারণ আমরা মুক্তিযুদ্ধে অংশ নিয়ে একটি স্বাধীন দেশ তৈরি করেছি। আগামী বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ।
সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকুল আরেফিন মাথিন,
নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার, সম্প্রীতি বাংলাদেশের আহ্বয়াক পীযূষ বন্দ্যোপাধ্যায়,
অধ্যাপক ড. রশীদ আসকারী, অধ্যাপক ড. অসীম সরকার, অধ্যাপক ড. বিমান বড়ুয়া, অধ্যাপক চিন্ময় হাওলাদারসহ অনেকে।
One Reply to “আট-নয় মাস পর একটা পরীক্ষা হবে: ডেপুটি স্পিকার”
Comments are closed.