বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা প্রকৌশলী ইমদাদুল হক মাসুদ অভিযোগ করেছেন, ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়ে বিএনপির কিছু সংসদ সদস্য নতুন দল গঠনের হুমকি দিয়ে সংসদে গিয়েছিল। এই সিদ্ধান্ত বিএনপির জন্য ছিল এক বড় রাজনৈতিক ভুল।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর বাজারের একটি হোটেলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রাতের অন্ধকারে ভোট করে, আগের রাতেই ৩০-৪০ শতাংশ ভোট কেটে রাখার পরও জনগণ বিএনপিকে ভালোবেসে ৬টি আসনে জয় দিয়েছিল। কিন্তু সেই জনগণের ভালোবাসার প্রতিদান বিএনপি দিয়েছে রাতের ভোট প্রত্যাখ্যান করে। কিন্তু নতুন দল গঠনের হুমকি দিয়ে কিছু এমপি ব্যক্তিগত স্বার্থে শপথ নেন, যা বিএনপিকে বাধ্য করেছিল চরম সিদ্ধান্ত নিতে।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এই প্রকৌশলী বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে ২০১৮ সালে বিএনপির যে নেতা এমপি নির্বাচিত হয়েছিলেন, তা তার ব্যক্তিগত জনপ্রিয়তায় নয়, বরং বিএনপির জনপ্রিয়তায় তিনি নির্বাচিত হয়েছিলেন। বিএনপি আমাকে মনোনয়ন দিলে ও এমপি নির্বাচিত হলে আমি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের চাইতে ভালো সেবা দিতে পারব।
বিশ্বব্যাংকের প্রোগ্রাম টিম লিডার ও ব্রিজ ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ প্রকৌশলী মাসুদ বলেন, আমি রাজনীতিকে ব্যবসার প্ল্যাটফর্ম হিসেবে নয়, জনগণের সেবার জায়গা হিসেবে দেখছি। দেশের উন্নয়ন ও দলের সংস্কারে নিজের মেধা ও পরিশ্রম বিনিয়োগ করতে চাই।
তিনি আরও বলেন, নির্বাচন যেকোনো সময় হোক— ডিসেম্বর, জানুয়ারি বা জুন; এটি অবধারিত। কারণ জনগণের ভোটাধিকার ছাড়া কোনো সরকার টেকসই হতে পারে না। গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিচালনার বিকল্প নেই।
সভায় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
সভায় মাসুদ চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করেন।
এনএএন টিভি / মোঃ সিফাত রানা