
সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, শনিবার জামজামি বাজার এলাকায় সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বীজ, কীটনাশক, ওষুধ, মুদি ও মিষ্টির দোকানে তদারকি করা হয়।
এ সময় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রি করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারা অনুসারে মেসার্স শাহ ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. গোলাম শওকতকে ৫ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণ করায় মেসার্স শ্যামল মিষ্টান্ন এন্ড দধি ভান্ডারের স্বত্বাধিকারী শ্রী বিশ্বজিৎ সাহাকে ৩৮ ও ৪৩ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় সংশ্লিষ্ট মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য/ঔষধ/বীজ বিক্রয় না করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও জামজামি ক্যাম্প পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
শামসুজ্জোহা পলাশ/এনএএন টিভি
One Reply to “চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দু’ প্রতিষ্ঠানকে জরিমানা”
Comments are closed.