দেবর-ভাবির পরকীয়ার অভিযোগ তোলায় ভাতিজাকে খুন

ময়মনসিংহের ফুলপুরে দেবর-ভাবির পরকীয়ার অভিযোগ তোলায় তাদের ভাতিজা ইকবাল হোসেনকে (৩০) খুন করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাইকান্দি ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইকবাল হোসেন ওই গ্রামের বাবুল মিয়ার ছেলে।

জানা যায়, রঘুরামপুর গ্রামের ইকবাল হোসেন তার চাচা সাদ্দাম হোসেনের বিরুদ্ধে চাচির সঙ্গে পরকীয়া সম্পর্কের অভিযোগ তোলেন। এ নিয়ে বাড়ির পাশে সাদ্দাম হোসেনের মুদির দোকান বন্ধ রাখতে বলায় উভয় পরিবারে ঝগড়া বাধে। একপর্যায়ে সাদ্দাম হোসেন ভাতিজা ইকবাল হোসেনের বুকে ছুরিকাঘাতে গুরুতর আহত করেন।

এছাড়া সাদ্দাম হোসেন ও তার লোকজন ইকবাল হোসেনের চাচা রমজান আলী, রেজাউল করিম ও ছোট ভাই রবিউল হাসানকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন। তাদের ফুলপুর হাসপাতালে আনার পথে ইকবাল হোসেনের মৃত্যু ঘটে।

আহতদের মাঝে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য রেজাউল করিমকে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা ফুলপুর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এ ব্যাপারে নিহতের মা শেফালী আক্তার বাদী হয়ে রোববার ফুলপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ফুলপুর থানার ওসি আব্দুল হাদি জানান, এ ঘটনায় আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।