সাতক্ষীরার আলীপুর বাদামতলা বাজারে অগ্নিকাণ্ড

সাতক্ষীরা সদরের আলীপুর বাদামতলা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।

রোববার (১৯ অক্টোবর) বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর নূরুল ইসলাম বলেন, খবর পেয়ে সকাল সাড়ে তিনটায় ঘটনাস্থলে গিয়ে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।