নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে ‘ঐতিহাসিক ৭ই মার্চ‘ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার (৭ই মার্চ) সকালে সকল মসজিদ, মন্দির, গীর্জায় মহান মুক্তিযুদ্ধ এবং দেশের জন্য আত্মদানকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়েছে।
এরপর শিশু একাডেমিতে আলোচনা সভা শেষে বিভিন্ন স্কুল ও কলেজ ছাত্র ছাত্রীদের
অংশগ্রহণে বঙ্গবন্ধু ভাষণ, কবিতা আবৃত্তি, সংগীত, নৃত্য ও চিত্তাঙ্কন প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
নরসিংদী বাংলাদেশ শিশু একাডেমিতে স্থানীয় সরকার উপ-পরিচালক মৌসুমী সরকার রাখী এর সভাপতিত্বে ও আলতাফ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম বিপিএম, নরসিংদী পৌর মেয়র আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জি এম তালেব হোসেন, নরসিংদী সিভিল সার্জন ডা: নুরুল ইসলাম, নরসিংদী জেলা কমান্ড ও সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবদুল মোতালিব পাঠান, নরসিংদী সরকারী কলেজ এর অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা মিয়া সহ জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, সরকারি, বেসরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়া সাংবাদিকবৃন্দরা ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের বাংলাদেশে স্বাধীন হওয়ার পিছনে সব চেয়ে অবদান বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান) বলেছিলেন, একটি জাতির নিজস্ব দেশ ও জাতীয় পতাকা থাকতে হবে। তাইতো ৭ই মার্চে তিনি ঐতিহাসিক ভাষনে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা।
তারা আরও বলেন, এ ভাষন নিজেদের মধ্যে লালন করে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ গড়ার সকল চিন্তা চেতনা লালন করে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করে এ দেশকে আরো উন্নত করতে ঐক্যবদ্ধভাবে স্ব-স্ব অবস্থান থেকে সঠিক দায়িত্ব পালন করে দেশকে অনেক দুর এগিয়ে নিয়ে যেতে হবে।
One Reply to “৭ই মার্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ”
Comments are closed.