সরকারি পাবলিক টয়লেটে বসবাস-হ্যাঁ এমনই ঘটনা ঘটেছে বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার এক নারীর সাথে। জেলার পীরগঞ্জ উপজেলার জখতা গ্রামের শরিফা বেগম নামে এক নারী কোথাও আশ্রয় না পেয়ে পরিশেষে গত ৪ মাস ধরে তার স্বামী ও দুই ছেলেকে নিয়ে সরকারি পাবলিক টয়লেটে বসবাস করছেন।
ঘটনার সূত্রপাত প্রসঙ্গে খোঁজ নিয়ে জানা যায়,
শরিফা বেগম দীর্ঘদিন বাবা-মা ও স্বামীসহ ঢাকায় বসবাস করছিলেন। শরিফার বাবা গুরুতর অসুস্থ হলে নিজ জেলায় চলে আসেন তিনি।
পরিবার নিয়ে বসবাস করতেন একটি মাটির কাঁচা ঘরে। কিন্তু গত বছর ঝড়ে তাদের কাঁচা ঘরটি লন্ডভন্ড হয়ে যায়।
এরপর এ কারণে কয়েকমাস প্রতিবেশীর বাসায় থাকলেও, সবশেষ নিরুপায় হয়ে তাদেরকে আশ্রয় নিতে হয় টয়লেটে।
এরপর গত ৪ মাস যাবত পরিবারটি পৌরসভার পাবলিক টয়লেটেই বসবাস করে আসছেন।
এ প্রসঙ্গে শরিফা বেগম বলেন,
আমরা ঢাকা থেকে আসার পর দেখি ঝড়ে আমাদের বাড়িঘর নষ্ট হয়ে গেছে। এরপর কিছু দিন মানুষের বাসায় ছিলাম।
মানুষের বাসায় আর কতদিন থাকা যায়। তারপর কোনো উপায় না পেয়ে সরকারি পাবলিক টয়লেটে আশ্রয় নেই। এখানে থাকা খুব কষ্টকর।
কিন্তু এছাড়া আমাদের কোনো উপায় নেই। টয়লেটেই রান্নাবান্না, থাকা ও গোসলসহ সব কাজ করতে হয়। অন্য কোথাও যাওয়ার জায়গা নেই।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার নজির বলেন,
আমরা বিষয়টি জানার পর পরিবারটিকে টিনশেডের ঘরের ব্যবস্থা করার পরিকল্পনা করেছি। ইতোমধ্যে সেই ঘরের কাজ শুরু হয়েছে।
Comments are closed.