ঢাকা, বাংলাদেশ | শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   রাজশাহী জুড়ে হিট অ্যালার্ট জারি    রাতে দেশের বিভিন্ন স্থানে তীব্র ঝড়ের আশঙ্কা    এই গরমে ঘরেই তৈরি করে ফেলুন চকবার আইসক্রিম    নতুন কাপড় পরিধানের দোয়া    ভোট দিতে পারছেন না একঝাঁক শিল্পী    বৈসু ও নববর্ষ উপলক্ষে আলোচনা সভায় সদস্য খোকনেশ্বর ত্রিপুরা    চুয়াডাঙ্গায় আজ সকাল ৯ টায় ৩৩ ডিগ্রী দুপুর ১২ টায় ৪০ ডিগ্রী    শনিবারে নারায়ণগঞ্জের কিছু এলাকায় ২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে    বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিল ইরান    ভারতের লোকসভা নির্বাচন শুরু আজ    টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়; হিট এলাট জা‌রি    নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করতে চাইলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে -ইসি    এখন দুবাইয়ের পথে এমভি আবদুল্লাহ    দেশের ছয় বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস    চাঁদখালীতে হেঁটে পার হলেও দিতে হচ্ছে টোলের টাকা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে চর এলাহী বাজারে দশটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের চরএলাহী বাজারে এ ঘটনা ঘটে।

শুক্রবার সকালে এসব তথ্য নিশ্চিত করেন চরএলাহী বাজার পরিচালনা কমিটির সভাপতি মো.মিজানুর রহমান মিজান।

তিনি বলেন, চরএলাহী বাজারে প্রায় শতাধিক দোকান রয়েছে। রাতে হৃদয়ের ব্যাটারি চালিত রিকশা গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়।

এ সময় আগুন চারদিকে ছড়িয়ে পড়লে মুদি দোকান, মোটরসাইকেল গ্যারেজ, ব্যাটারি চালিত অটোেরিকশা গ্যারেজ, কসমেটিকস দোকানসহ ১০টি দোকান পুড়ে যায়।

তিনি আরও জানান, খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জামিল মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে দশটি দোকান পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন:

এনএএন টিভি


One Reply to “নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগুনে পুড়ল ১০ দোকান”

Comments are closed.

প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।