ঢাকা, বাংলাদেশ | মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   ২৯ মার্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষা    তাপপ্রবাহ ও বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস    ইফতার ও সাহরি নিয়ে পরামর্শ পুষ্টিবিদের    সৌম্যের কনকাশন বদলি হয়ে তানজিদের ফিফটি    চুয়াডাঙ্গায় চাল, ডাল, তৈল, প্রভৃতি স্বল্পমূল্যে বি‌ক্রি কর‌ছে পুনাক    ইসরাইল হামলায় গাজায় ১৩ হাজারের বেশি শিশু নিহত    চুয়াডাঙ্গায় ইউ‌পি নির্বাচন পরব‌র্তি আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ    নাটোরে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক যুবক    পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে শিশুসহ নিহত ৮    রমজান মাসে ইফতারিতে তৈরি করুন বাদাম আলুর হালুয়া    যুক্তরাষ্ট্রে ডিসিতে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৫    মঙ্গলবার খালেদা জিয়ার মুক্তির আবেদনের বিষয়ে সিদ্ধান্ত    রোজার মাসে একবারের বেশি ওমরাহ করার অনুমতি দেয়া হবে না    ১০ এপ্রিল হতে পারে মধ্যপ্রাচ্যের ঈদ    নরওয়ের সমুদ্রে ভাসমান অদ্ভুত এক রেস্তোরাঁ!

টাঙ্গাইলের ভূঞাপুরে আওয়ামীলীগের বর্ধিত সভায় ছোট মনির এমপি ও মেয়র মাসুদ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৭জন আহত হয়। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এমপি

শনিবার (২৯ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলা আওয়ামীলীগ অফিসে বর্ধিত সভা চলাকালে এ ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ গিয়ে ওই এলাকার নিয়ন্ত্রণ নেয়।

জানা যায়, আগামী ৭ নভেম্বর টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে ভূঞাপুরে উপজেলা আওয়ামীলীগের উদ্দ্যোগে বর্ধিত সভার আয়োজন করা হয়। পরে সভা শুরুর আগ মুহুর্তেই স্থানীয় সংসদ সদস্য ছোট মনির গ্রুপ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌরমেয়র মাসুদুল হক মাসুদ গ্রুপের মধ্যে সংঘর্ষ লেগে যায়। এতে উভয় পক্ষের কমপক্ষে সাতজন আহত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ বলেন, বর্ধিত সভা চলাকালে স্থানীয় সংসদ সদস্য ছোট মনিরের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী আমাদের নেতাকর্মীদের ওপর অতর্কিত ভাবে হামলা চালিয়ে মারপিট শুরু করে। এতে উপজেলা আওয়ামীলীগের ৬ জন নেতাকর্মী আহত হন।

এ বিষয়ে সংসদ সদস্য ছোট মনির বলেন, নবনির্বাচিত জেলা পরিষদের সদস্য বাবলুর কারণে এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। জেলা আওয়ালী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বিষয়টি দেখেছেন। আর যেন কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়। এ জন্য সবাইকে শান্ত থাকতে বলা হয়েছে।

এ বিষয়ে ভূঞাপুর থানার ওসি ফরিদুল ইসলাম জানান, শনিবার দুপুরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ তাৎক্ষণিক ভাবে পরিস্থিতি শান্ত করে। ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।