লক্ষ্মীপুর জেলার রামগতিতে ঘুমন্ত স্ত্রী নীলা আক্তারকে শ্বাসরোধে হত্যা মামলায় স্বামী সুমন উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৬ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
প্রসঙ্গত, দণ্ডপ্রাপ্ত সুমন উদ্দিন রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের নাছির উদ্দিনের ছেলে। নিহত নীলা নরসিংদীর শিলমাদ্রী ইউনিয়নের বাগহাটা গ্রামের ওমর আলীর মেয়ে।
ঘটনা সূত্রে জানা যায়, সুমনের সঙ্গে নীলার ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা যাওয়ার জন্য বাস ভাড়া চাওয়ায় ঝগড়া হয়। পরে ঘুমিয়ে থাকা নীলাকে সুমন শ্বাসরোধ করে হত্যা করে মৃতদেহ বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলিয়ে রাখেন। পরে নীলা আত্মহত্যা করেছেন বলে প্রচারণা চালান সুমন। তবে নীলার পা ফ্লোরে ও হাত খাটে ছুঁই ছুঁই অবস্থায় থাকায় ঘটনাটি রহস্যজনক মোড় নেয়।
এ বিষয়ে লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌসুলি (পিপি) অ্যাডভোকেট জসিম উদ্দিন জানান, এ ঘটনায় নিহতের ভাই মাহবুব মিয়া বাদী হয়ে রামগতি থানায় মামলা দায়ের করেন। ঐ মামলার পরিপ্রেক্ষিতে সুমনকে গ্রেফতার করে পুলিশ।
2 Replies to “লক্ষ্মীপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারদণ্ড”
Comments are closed.