সীতাকুণ্ডের ছোট কুমিরায় একটি তুলার গোডাউনে আগুন লেগেছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা জানা যায়নি।
শনিবার সকাল সাড়ে দশটায় সীতাকুণ্ডের ছোট কুমিরাস্থ কেওয়াই স্টিল মিল সংলগ্ন ওই তুলার গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটে।
জানা যায়, গোডাউনটির মালিক সীতাকুণ্ডের এসএল শিপ ব্রেকিং ইয়ার্ডের মালিক লোকমান হোসেন।
ইউনিটেক্স গ্রুপ তাদের স্পিনিং মিলের জন্য গোডাউনটি ভাড়া নেয়।
এরপর থেকে সেখানে ট্রাকে ট্রাকে তুলা এনে স্তূপ করা হতো।
শনিবার সকালে হঠাৎ করে গোডাউনে আগুন ধরে যায়।
এসময় কুমিরা ফায়ার স্টেশনে খবর দেয়া হলে আগুনের অবস্থা বেগতিক দেখে আরও চারটি ইউনিট আনা হয়।
বর্তমানে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আগুনের সূত্রপাত কীভাবে তা জানা না গেলেও ধারণা করা হচ্ছে পাশে চলা ওয়েল্ডিংয়ের কাজের কারণে আগুনের ফুলকি তুলায় গিয়ে পড়লে আগুন ধরে যায়।
এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে তুলার গোডাউন হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লাগবে।
কেননা তুলা অত্যন্ত শুকনো বস্তু, যা আগুনের ছোঁয়া পেলেই জ্বলতে থাকে।
One Reply to “সীতাকুণ্ডের কুমিরায় তুলার গোডাউনে আগুন”
Comments are closed.