মাদারীপুরের শিবচরে বাস দূর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার ও আহতদের চিকিৎসার জন্য ৫ হাজার টাকার আর্থিক সহায়তার ঘোষণা করেছে জেলা প্রশাসন।
রোববার (১৯ মার্চ) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন এ ঘোষণা দেন।
তিনি বলেন, ‘চালকের বেপরোয়া গতির ফলে আজকের এ হৃদয়বিদারক ঘটনা। জেলা প্রশাসন থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার ও আহতদের চিকিৎসার জন্য ৫ হাজার টাকা আর্থিক সহায়তা করা হবে।’
এর আগে রোববার সকাল ৮টার দিকে শিবচরের কুতুবপুরে যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
এতে এখন পর্যন্ত দূর্ঘটনায় ১৯ নিহত হয়েছেন। মাদারীপুর জেলা পুলিশ সুপার মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ সুপার জানান, সকালে ইমাদ পরিবহনের একটি বাস খুলনা থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকা যাচ্ছিল।
বাসটি পদ্মা সেতুর আগে শিবচরের কুতুবপুরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে আন্ডারপাস সেতুর সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে খাদে পড়ে যায়।
ঘটনাস্থলে বাসচালকসহ ১৪ যাত্রী মারা যান এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচজনের মৃত্যু হয়।
আহত ২৫ জনকে উদ্ধার করে শিবচর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সুপার মাসুদ আলম আরও বলেন, ‘ইঞ্জিনের ত্রুটি ও বাস চালকের বেপরোয়া গতিই এ দুর্ঘটনার জন্য দায়ী। দুর্ঘটনাকবলিত বাসটি সরাতে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’
আরও পড়ুন :
One Reply to “দূর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষনা”
Comments are closed.