নরসিংদী জেলা উদ্যোগে ১৪৩২ বাংলা নব বর্ষ পহেলা বৈশাখ পালন উপলক্ষ্যে প্রস্তুতি মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নরসিংদী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ শামসুজ্জামান এর সভাপতিত্বে ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিহাব সারার অভি এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী । অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, নরসিংদী সিভিল সার্জন ডাঃ সৈয়দ মোঃ আমিরুল হক শামীম,জেলা অতিরিক্ত পুলিশ সুপার শামীম ইকবাল, জেলা শিক্ষা কর্মকর্তা এ এস এম আব্দুল খালেক,জেলা মহিলা বিষয়ক অফিসার সেলিনা আক্তার, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম । এ সময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা দুর্যোগ ও ত্রান পুর্নবাসন কর্মকর্তা মো: ইউনুছ মিয়া, জেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা জেলা কৃষি বিপনন কর্মকর্তা আবু বক্কর,নরসিংদী ইসলামী ফাউন্ডেশন এর উপ-পরিচালক ইউসুফ আলী,জেলা শিশু বিষয়ক অফিসার নুর মোহাম্মদ ভুইয়া,জেলা যুব উন্নয়ন অফিসার মো: জামাল উদ্দিন,জেলা বিআরডির উপ-পরিচালক মোবারক হোসেন ভুইয়া, নরসিংদী জেলা সহকারী তথ্য অফিসার আফসানা আক্তার,জেলা পরিবেশ অধিদপ্তর পরির্দশক আরিফা বেগম, জেলা পরিসংখ্যান অফিসার রেজওয়ানা কবীর,জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন উপ-পরিচালক মো: মেহেদী হাসান, নরসিংদী পলিটেকনিক ইনষ্টিটিউট অধ্যক্ষ নীহার রঞ্জন দাস, নরসিংদী পৌরসভা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন প্রমুখ।
বশির আহম্মদ মোল্লা / এনএএন টিভি