আমির খান তার দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ করার পর থেকেই অনেকে ধারণা করেছিলেন,
‘তার মন কেড়েছেন ‘দঙ্গল’ সিনেমার নায়িকা ফতিমা সানা শেখ। সে কারণেই তিনি ঘর ভেঙেছেন কিরণের সঙ্গে।’
তবে আবারও গুঞ্জন উঠেছে এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
তবে এবার আমিরের সঙ্গে সেই অভিনেত্রীর প্রেমের জল্পনায় সিলমোহর দিয়েছেন বলিউডের স্বঘোষিত সিনেসমালোচক কামাল আর খান একটি টুইটে লিখেন,
‘খুব শীঘ্রই নিজের মেয়ের বয়সি ফতিমা সানা শেখের সঙ্গে বিয়ে করতে চলেছেন আমির খান। ‘দঙ্গল’ ছবির সময় থেকেই ফতিমার সঙ্গে প্রেম করছেন আমির।’’ যদিও কামাল আর খানের এই দাবির সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
এদিকে, গত বছরও ফাতিমা-সানাকে ঘিরে এমন গুঞ্জন উঠেছিল। সানা শেখ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কিছু ছবি প্রকাশ করেছিলেন। ক্যাপশনে তিনি লিখেছিলেন,
‘নট বাঁধব কি বাঁধব না সেটাই প্রশ্ন।’ এই নট বলতে তিনি লেহেঙ্গার ব্লাউজের ফিতের কথা বলেছেন, নাকি গাঁটছড়ার কথা বলেছেন— প্রশ্নের উত্তর খুঁজছিলেন নেটিজেনরা।
সে সময় শোনা গিয়েছিল ‘লাল সিং চাড্ডা’ মুক্তির পরই শুভকাজ সেরে ফেলবেন আমির।
এদিকে, ছবিটি মুক্তি পেয়েছে অনেকদিন হলো। তাই কেআরকের দাবির সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ থাকলেও বিষয়টি একেবারে উড়িয়ে দিচ্ছেন না নেটিজেনরা।
আরও পড়ুন :
- ৬০ বছর বয়সে অভিনেতা আশীষ বিয়ের পিঁড়িতে!
- নরসিংদীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ; গুলিবিদ্ধ ২
- গাজীপুরে ভোট পড়ার হার ৫০ শতাংশ হতে পারে: ইসি আলমগীর
- চট্টগ্রামে বাড়ির ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
- বিআইডব্লিউটি ‘র ভেঙে ফেলা স্থাপনার নিচ থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার
- মাঠ থেকে গরু আনার সময় গুলিবিদ্ধ হয়ে কৃষকের মৃত্যু
- জনপ্রিয় কানাডিয়ান অভিনেত্রী সামান্থা আর নেই