গ্রেপ্তার গায়ক মাইনুল আহসান নোবেলকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে।
সোমবার (২২ মে) মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক হুমায়ুন কবির তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনে তিনি বলেন, আসামিকে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অত্যন্ত সতর্কতার সঙ্গে এই মামলার ঘটনাসংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে আসামির কাছ থেকে মামলাসংক্রান্ত কিছু তথ্য পাওয়া গেছে।
প্রাপ্ত তথ্যাদি মামলা তদন্তের স্বার্থে যাচাই-বাছাই করা হচ্ছে। আসামির নাম-ঠিকানা যাচাই-বাছাইও প্রক্রিয়াধীন।
আসামি জামিনে মুক্তি পেলে মামলার তদন্তে ব্যাঘাত সৃষ্টি হবে।
মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে আসামিকে জেলহাজতে আটক রাখতে হবে বলে আবেদনে উল্লেখ করেন তিনি।
অন্যদিকে নোবেলের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন তার জামিন চেয়ে আবেদন করেছেন।
এ বিষয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে।
এর আগে গত ২০ মে আদালত জামিন নামঞ্জুর করে তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অগ্রিম টাকা নিয়ে অনুষ্ঠানে না গিয়ে প্রতারণার অভিযোগে গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে মামলা করেন শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রতিনিধি মো. সাফায়েত ইসলাম।
গত ১৭ মে আদালত এ মামলার এজাহার গ্রহণ করে আগামী ৯ জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
আরও পড়ুন :