পাকিস্তানের লাহোর পুলিশের কাছে আত্মসমর্পণের পর মঙ্গলবার (২৩ মে) ফ্যাশন ডিজাইনার খাদিজা শাহকে হেফাজতে নেওয়া হয়েছে। পিটিআই প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে কোর কমান্ডার হাউসে হামলার ঘটনায় অভিযুক্ত তিনি।
ডনের খবরে বলা হয়েছে, পাকিস্তানের সাবেক অর্থমন্ত্রী সালমান শাহের কন্যা খাদিজা। তিনি পাকিস্তানের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার।
গত ৯ মে লাহোরের কোর কমান্ডার হাউসে হামলার মূল উসকানিদাতা হিসেবে পুলিশের ওয়ান্টেড তালিকায় ছিলেন খাদিজা।
খ্যাতিমান ফ্যাশন ডিজাইনারের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও অন্যান্য অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে সারোয়ার রোড থানায় এফআইআর দায়ের করা হয়েছে।
শীর্ষ পুলিশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, খাদিজা শাহ লাহোর সিআইএ হেড অফিসে হাজির হয়েছেন এবং জিজ্ঞাসাবাদের জন্য তাকে একটি অজ্ঞাত স্থানে স্থানান্তরিত করা হয়েছে।
খাদিজা শাহ পাকিস্তানের প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার এবং ইমরান খানের দলের একজন একনিষ্ঠ সমর্থক। পুলিশ তাকে গ্রেফতারের জন্য অভিযান চালানো শুরু করার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
ওই পুলিশ কর্মকর্তা বলেন,
পাঞ্জাব আইজি পুলিশের ব্যর্থতার বিষয়ে অসন্তোষ প্রকাশ করার পর মঙ্গলবার তাকে গ্রেফতার করতে আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিভিন্ন স্থানে অভিযান জোরদার করে।
খাদিজা শাহ পাকিস্তানের দুটি অত্যন্ত সফল ব্র্যান্ড ইলান এবং জাহা এর মালিক।
আরও পড়ুন:
- ‘উদ্ভাবন কমিউনিটি ক্লিনিক’ স্বীকৃতি পাওয়ায় জবির আনন্দ মিছিল
- যুক্তরাষ্ট্র থেকে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনছে সরকার
- বিয়ের ভয়ে শহর ছাড়ছিলেন পাত্র; ২০কি.মি. ধাওয়া পাত্রীর
- নসরুল হামিদের সঙ্গে কাতার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ
- মোখায় ক্ষতিগ্রস্তদের জন্য ৪.২১ কোটি ডলারের আবেদন
- মেট্রোরেলের সার্বিক নিরাপত্তায় অনুমোদন পুলিশ ইউনিট
- মাইগ্রেন ব্যথা বাড়ার কারণ এবং করণীয়
- বগুড়ায় নিখোঁজ নেতার লাশ নদী থেকে উদ্ধার
- বিয়ে না করে পালিয়ে যাওয়ার সময় বরকে মণ্ডপে ফেরালেন কনে!
- ফতুল্লায় ১৩ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ
- শুক্রবার পর্যন্ত গাজীপুরে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ
- আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রতিরোধ করব: ইমরান খান
- নারায়ণগঞ্জের এক ইটভাটার উৎপাদন বন্ধ করলো প্রশাসন
- বর্ণবাদের বিরুদ্ধে ফুটবলার রাফিনহার যুদ্ধ ঘোষণা
One Reply to “পাকিস্তানে আত্মসমর্পণের পর পুলিশি হেফাজতে খাদিজা!”
Comments are closed.