সাধারণ মানুষ কোন শব্দটি সবচেয়ে বেশিবার সার্চ করে থাকেন সেটা প্রতি বছরের শেষ দিকে গুগলের মাধ্যমে জানা যায়। সেই তথ্য অনুযায়ী, ২০২২ সালে গুগলে সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছে ‘ওয়ার্ডল’ শব্দটি যা একটি অনলাইন গেমের নাম।
২০২১ সালে সফটওয়্যার ইঞ্জিনিয়ার জোস ওয়ার্ডল তার নাম অনুসারে ওয়ার্ডল নামের গেমটি তৈরি করেন। ফেব্রুয়ারিতে প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস গেমটি কিনে নেওয়ার পর থেকেই তা দ্রুত সাধারণ মানুষের নজর কাড়ে। খুবই সহজ আবার জটিল শব্দের এই খেলাটি সাধারণ মানুষের নজর কাড়তে সাহায্য করেছে।
বিশ্বব্যাপী বড় কিছু ঘটনাও গুগল সার্চে প্রভাব ফেলেছে। যার মধ্যে রয়েছে রানি এলিজাবেথের মৃত্যু। অভিনেতা জনি ডিপ ও তার স্ত্রী আম্বার হিয়ার্ডের মামলার শুনানি, অস্কার পুরস্কার অনুষ্ঠানে ক্রিস রককে উইল স্মিথের চড় মারার বিষয়টি নিয়ে গুগলে অসংখ্য মানুষের আগ্রহ ছিল।
এদিকে প্রযুক্তিবিষয়ক পোর্টাল টেক ক্রাঞ্চ জানিয়েছে, গুগলের প্রকাশিত ২০২২ সালের ‘সর্বোচ্চবার সার্চ দেওয়ার’ তালিকার দ্বিতীয়স্থানে আছে ‘ভারত বনাম ইংল্যান্ড’ বাক্যটি। চলতি বছরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও ইংল্যান্ড।
আর তৃতীয় স্থানে রয়েছে ইউক্রেন শব্দটি। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করে রাশিয়া। এরপর ইউক্রেন সম্পর্কে তথ্য জানতে অসংখ্য মানুষ গুগলে খোঁজ করেন। চতুর্থস্থানে আছে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের নাম। তিনি চলতি বছরের সেপ্টেম্বরে মারা যান। পঞ্চমস্থানে রয়েছে ‘ভারত বনাম দক্ষিণ আফ্রিকা বাক্যটি।