ঢাকা, বাংলাদেশ | সোমবার, ১৩ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন করা সেই ব্যক্তি মারা গেছেন    দৈনিক উপার্জন ওরির ৫০ লাখ রুপি    ছেলেকে প্রকাশ্যে আনলেন নুসরাত, জন্মের তিন বছর পর    ভাবীর পরকীয়া প্রেম জেনে যাওয়ায় দেবরকে হত্যা    ইন্দোনেশিয়ার মাউন্ট ইবুতে ফের অগ্ন্যুৎপাত, ৫ কিলোমিটার উঁচুতে ছাই    গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাইভেটকার আরোহীর    নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ চলছে; কেন্দ্রে ক্ষমতায় যাচ্ছে কারা, নির্ধারণ হবে আজ    মেক্সিকোতে বন্দুক হামলায় নিহত ৮ জন    রাহুল গান্ধীর বয়সের সমান আসন পাবে না কংগ্রেস –দাবি নরেন্দ্র মোদির    বলোগনা ৬০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে ফিরল    চুয়াডাঙ্গায় চেতনানাশক ওষুধ খাইয়ে পা‌খিভ্যান ছিনতাই    জিপিএ-৫ পেলেন ৪০ দিন আগে মারা যাওয়া তানাজ    সন্ধ্যার মধ্যে ৩ বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস    ২৬ মে থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হতে পারে    দেশ থেকে সৌদি পৌঁছেছেন ১২ হাজার ৬৪৯ হজযাত্রী

রাজধানীতে তেলাপোকা মারার স্প্রে’র বিষক্রিয়ায় শায়েন মোবারত জাহিন (১৫) ও শাহিল মোবারত জায়ান (৯) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

একই ঘটনায় তাদের মা শারমিন জাহান লিমা ও বাবা মোবারক হোসেন বিষক্রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

রোববার (৪ জুন) বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে এ মর্মান্তিক  ঘটনা ঘটে।

জানা গেছে, গত শুক্রবার (২ জুন) জাহিন ও জায়ানদের বসুন্ধরা আই ব্লকের নতুন বাসায় স্প্রে করে যান স্প্রে পেস্ট কন্ট্রোল সার্ভিসের কর্মীরা।

এর দুই দিন পর পরিবারের সদস্যরা বাসায় প্রবেশের পর অসুস্থ হয়ে পড়েন। পরে গুরুতর অসুস্থ অবস্থায় সবাইকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে জায়ানের মৃত্যু হয়। এছাড়া একই দিন রাত ১০টার দিকে মারা যান জাহিনও।

জায়ান ও জাহিনের খালা ডা. রওনক জাহান রোজির অভিযোগ,

পেস্ট কন্ট্রোল সার্ভিসের অদক্ষ কর্মীদের কারণে এ ঘটনা ঘটেছে। আমরা পেস্ট কন্ট্রোল সার্ভিসের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোনো সঠিক উত্তর পাইনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম আসাদুজ্জামান বলেন,

দুই শিশুর মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাদের মৃত্যুর কারণ জানা যাবে।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি মামলা করার প্রস্তুতি চলছে বলেও নিশ্চিত করেছেন এই পুলিশ কর্মকর্তা।

 

আরও পড়ুন :

এনএএন টিভি


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।