শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে মাসব্যাপী সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙালীপুর ইউনিয়নে জাকের পার্টির উদ্যোগে জনসভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করা যেতে পারে) বিকেলে ইউনিয়ন পরিষদের সামনে মাদরাসা মাঠে এ আয়োজন হয়।
জাকের পার্টির নীলফামারী-২ সাংগঠনিক জেলা শাখা আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি ছিলেন শাখার সভাপতি ও সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লানছু হাসান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন—দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক মজিবুল হক, সহ-সভাপতি আব্দুল জব্বার, নীলফামারী জেলা সাবেক সভাপতি আমিনুল ইসলাম আনু, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, ও অফিস সম্পাদক শাহজাহান সিরাজ।
এছাড়াও উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক ফ্রন্টের রশিদুল ইসলাম, জেলা যুব ওলামা ফ্রন্টের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, রংপুর বদরগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম, সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়ন সভাপতি শাহজাহান আলী, কামারপুকুর ইউনিয়ন সভাপতি মনজুরুল ইসলাম, ও খাতামধুপুর ইউনিয়ন সভাপতি এরশাদ হোসেন।
প্রধান অতিথি লানছু হাসান চৌধুরী বলেন, “জাকের পার্টির চেয়ারম্যান হযরত আলহাজ্ব খাজা মোস্তফা আমির ফয়সাল মোজাদ্দেদীর নির্দেশে এই শান্তি ও স্থিতিশীলতার জন্য সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমরা সবসময়ই শান্তির পক্ষে। দেশ ও জনগণের কল্যাণে জাকের পার্টির ছায়াতলে আসার আহ্বান জানাই।”
তিনি আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংশয় থাকলেও নির্বাচন অনুষ্ঠিত হলে জাকের পার্টি অংশগ্রহণ করবে।”
বাঙালীপুর ইউনিয়ন সভাপতি মোকছেদুল সোনার মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভা শেষে প্রধান অতিথির নেতৃত্বে শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করা হয়। মাদরাসা মাঠ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ইউনিয়ন পরিষদ চত্বর ও চৌমুহনী বাজারের সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সভাস্থলে এসে শেষ হয়। পরিশেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর কাশিরাম বেলপুকুর ইউনিয়নে অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে মাসব্যাপী সাংগঠনিক কার্যক্রমের উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে সৈয়দপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে এ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জাকের পার্টির নীলফামারী-২ সাংগঠনিক জেলা সভাপতি লানছু হাসান চৌধুরী।
এনএএন টিভি / ওমর ফারুক
One Reply to “সৈয়দপুরে বাঙালীপুর জাকের পার্টির জনসভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত”
Comments are closed.