নরসিংদী রায়পুরায় ইউনূছ আলী বিদ্যানিকেতন এর নতুন ভবন শুভ উদ্ধোধন করা হয়েছে।
পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় ও একই সাথে জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
উদ্ধোধনী অনুষ্ঠান সফল করতে উক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী অভিবাবক ও স্থানীয় লোকজন
বর্ণিল সাজে এবং নৃত্য-সংগীত পরিবেশনা দিয়ে শতাধিক মানুষের উপস্থিতিতে বিদ্যালয়ে প্রধান অতিথিসহ আগত সকল অতিথিদেরকে মুগ্ধ করে তোলে।
নরসিংদীর রায়পুরায় পৌর এলাকার পশ্চিপাড়ায় বিনা বেতনে অবহলেতি পরিবারের সন্তানদের মাঝে শিক্ষার আলো ছড়াতে
ইউনূছ আলী বিদ্যিানকিতেন এর প্রতিষ্টাতা ব্রাজিল আওয়ামী যুবলীগের সভাপতি দানবীর আলহাজ্ব ইকবাল হোসেনের অর্থ্যায়নে নতুন ভবন স্থাপন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
আজ ১৪ই র্মাচ উক্ত বিদ্যলয়ের মাঠে ইউনূছ আলী বিদ্যানিকেতনের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে
ও বায়তুর রহমান জামে মসজিদের সভাপতি সাংবাদিক বশির আহমদ মোল্লা ও মাহবুবুর রহমান- এর পরিচালনায়
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্রাজিল আওয়ামী যুবলীগের সভাপতি দানবীর আলহাজ্ব ইকবাল হোসেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে সাবেক সফল মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু এম পি
শিক্ষার্থীদের জ্ঞাতার্থে রক্ত ঝড়া মাস মার্চের ইতিহাস সম্পর্কে আলোকপাত করেন।
ইউনূছ আলী বিদ্যানিকেতন-এর প্রতিষ্ঠাতা ব্রাজিল আওয়ামী যুবলীগের সভাপতি দানবীর আলহাজ্ব ইকবাল হোসেনের অর্থ্যায়নে উক্ত ভবন নির্মিত নতুন ভবন স্থাপন করায় ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ সময় উদ্ধোধক হিসেবে হিসেবে বক্তব্য রাখেন উপজলো চেয়ারম্যান মানবিক নেত্রী লায়লা কানিজ লাকী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক রাজিব আহমেদ পার্থ।
এ সময় প্রতিষ্ঠাতা ইকবাল হোসেন বলেন,
নরসিংদী রায়পুরার পশ্চিমপাড়ায় অবেহেলিত দরিদ্র পরিবারের সন্তানরা সুশিক্ষা লাভ করে মানুষের মত মানুষ হয়ে সুন্দর সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে
ইউনূছ আলী বিদ্যানিকেতন এর নতুন ভবন নির্মাণ সহ র্দীঘদিন যাবৎ ৫জন শিক্ষক ৬
শতাধিক শিক্ষার্থীকে বিনা বেতনে পাঠদান ও পোষাক প্রদান ব্যাক্তিগতভাবে পরিচালনা করছে।
শিক্ষাবান্ধব সরকারের কাছে জোর দাবী এ বিদ্যালটি যেন দ্রুত সরকারী করন করা হয়।
বিদ্যালয়টি সরকারী করন করতে আমার পক্ষ থেকে অবকাটামো যা-যা দরকার পরে তাই আমি করে দিব।