নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শান্ত প্রধানের নেতৃত্বে ওয়ারেন্ট ভুক্ত আসামি পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে উপজেলার সাদীপুর ইউনিয়নের লস্কর বাড়ি এলাকার মোঃ আলী হোসেন মিয়ার ছেলে ওয়ারেন্ট ভুক্ত আসামি মোঃ রিপন (২৫)কে পুলিশের কাছ থেকে ছিনিয় নেয় জেলা স্বেচ্ছাসেবক দল নেতা শান্ত প্রধান।
এই বিষয়ে সোনারগাঁ থানার তালতলা তদন্ত কেন্দ্রের এ এস আই মোঃ সেলিম মিয়া বলেন,ওয়ারেন্ট ভুক্ত আসামি মোঃ রিপন মিয়া কে গ্রেফতার করে হাত করা পড়াই। আসামিকে নিয়ে আসার সময় স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ শান্ত প্রধান দলীয় প্রভাব খাটিয়ে দলবল নিয়ে আমার কাছ থেকে আসামি মোঃ রিপন মিয়া কে জোর পূর্বক ছিনিয়ে নেয় এবং আমাদের উপর চড়াও হয়।
এই বিষয়ে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সালাউদ্দিন সালু কে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।
নারায়ণগঞ্জ (খ) সার্কেলের অতি:এসপি মোঃ আলী ইমাম বলেন,এই বিষয়ে আমি জানিনা।
খন্দকার সোহাগ / এনএএন টিভি