ঢাকা, বাংলাদেশ | বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   আর্জেন্টিনা ৭০ হাজার সরকারি কর্মীকে বরখাস্ত করতে যাচ্ছে    ৬০ কিমি বেগে রাতেই যেসব জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা    ফকিরহাটে ষাটোর্ধ্ব নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার    খালেদা জিয়া গুরুতর অসুস্থ: মির্জা ফখরুল    লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে ১৫,০০০/- টাকা জরিমানা    দুটো ছেলে মানুষ করা খুব শক্ত কাজ –কারিনা কাপুর    রাজধানীর খিলগাঁওয়ে অটোরিকশাচালকের অস্বাভাবিক মৃত্যু    কেন ধীর হয়ে আসছে পৃথিবীর ঘূর্ণন, সতর্ক করলেন বিজ্ঞানীরা    শুক্রবার প্রাথমিকে শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের পরীক্ষা    ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসতে পারে শুক্রবার    ড. ইউনূসের পুরস্কার গ্রহণ গাজায় গণহত্যা সমর্থনের শামিল: পররাষ্ট্রমন্ত্রী    নিউইয়র্কে নরসিংদী জেলা সমিতির ইফতার মাহফিল    হ্যাকার চক্রের সন্ধান দিলেই মিলবে মোটা অংকের পুরস্কার    ঝালকাঠিতে নদী থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার    “এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিল”এর বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি গঠিত

ফেসবুকে প্রতারণামূলক প্রেমের ফাঁদে ফেলে অর্থ আদায়ের অভিযোগে তিন প্রতারককে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা পুলিশ।

বুধবার (৩১ মে) চুয়াডাঙ্গা পৌর এলাকার জীনতলা মল্লিকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন— চুয়াডাঙ্গা পৌর এলাকার জ্বীনতলাপাড়ার নওশাদ আলীর ছেলে নয়ন (৩২), নয়নের স্ত্রী বৃষ্টি খাতুন (২৭), বদর খানের ছেলে আসিফ আহম্মেদ প্লাবন(২৬)।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান,

‘কিছুদিন আগে জ্বীনতলা মল্লিকপাড়া নয়নের স্ত্রী বৃষ্টি খাতুনের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন তারাপুর গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে মতিউর রহমানের (৩২) ফেসবুকে পরিচয় হয়।

এক পর্যায়ে বৃষ্টি খাতুন মতিউর রহমানকে প্রেমের ফাঁদে ফেলে।

গত ২৬ মে সন্ধ্যায় বৃষ্টি খাতুন প্রতারণার ফাঁদ পেতে মতিউর রহমানকে চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার নির্জন বাড়িতে আসতে বলে।

মতিউর রহমান সরল বিশ্বাসে তার বাড়িতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে মতিউর রহমানকে জিম্মি করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

একপর্যায়ে প্রতারক চক্রকে ২৮ হাজার টাকা দিয়ে মুক্তি পায়। পরে মতিউর রহমান প্রতারকদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেন।

মামলা রুজুর সঙ্গে সঙ্গে জড়িতদের গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়।

পরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাব্বুর রহমানের নেতৃত্বে এসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্স নিয়ে জীনতলা মল্লিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করে।’

আরও পড়ুন:

এন এ এন টিভি


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।