বৃহস্পতিবার (২৫ মে) দিবাগত মধ্যরাত থেকে আগামী শনিবার দুপুর পর্যন্ত তীব্র লোড শেডিংয়ের কবলে পড়বে ময়মনসিংহ নগরী এবং আশপাশের এলাকার নাগরিকরা।
ময়মনসিংহ নগরীর কেওয়াটখালীর গ্রিড উপকেন্দ্রে একটি ট্রান্সফরমার প্রতিস্থাপন করা হবে।
সে জন্য কাজ চলাকালীন মাঝে মাঝে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হবে। ফলে এ দুর্ভোগের সৃষ্টি হবে।
বিদ্যুৎ উন্নয়ণ বোর্ডের তত্তাবধায়ক প্রকৌশলীর কার্যালয় বিষয়টি চিঠি দিয়ে স্থানীয় সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তর এবং কর্মকর্তাকে অবহিত করেছেন।
বিদ্যুৎ বিভাগ সূত্র জানিয়েছে, প্রায়ই কেওয়াটখালী গ্রিড উপকেন্দ্রে সংস্কার ও রক্ষনাবেক্ষণ কাজ চলে।
ময়মনসিংহ জেলার বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হয় এ উপকেন্দ্র থেকেই। এবার সেখানে একটি বড় আকারের ট্রান্সফরমার বসানোর কাজ চলছে।
কাজ চলাকারীন কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে মাঝে মাঝে সীমিত আকারে বিদ্যুৎ সরবরাহ চালু হবে।
আশপাশের জেলা থেকেও বিদ্যুৎ এনে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা চলবে।
এদিকে বিদ্যুৎ পরিস্থিতির এমন সংবাদে মানুষের মাঝে কিছুটা উৎকন্ঠা দেখা গেছে।
অনেকেই আহ্বান জানিয়েছে, যত খানি সম্ভব যেন মানুষের ভোগান্তি কম হয়। বিদ্যুৎ বিভাগ যেন সেই চেষ্টা করে।
বিদ্যুৎ উন্নয়ণ বোর্ড ময়মনসিংহের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম জসীম উদ্দিন গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য দু:খ প্রকাশ করেছেন।
তিনি জানান, তারা যত দ্রুত সম্ভব পরিস্থিতির উত্তরনের চেষ্টা চালাবে।
আরও পড়ুন :
- মাঠ থেকে গরু আনার সময় গুলিবিদ্ধ হয়ে কৃষকের মৃত্যু
- অস্থির পেঁয়াজের বাজার ঝিনাইদহে; বেড়েছে ৬০০ টাকা
- মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র কয়লা খালাস করে রেকর্ড গড়ল
- হোটেল কক্ষ থেকে ভোজপুরি পরিচালকের মরদেহ উদ্ধার
- সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় আসামির ১৫ বছরের কারাদণ্ড
- প্রেমঘটিত কারণে কনস্টেবলের ‘আত্মহত্যা’, ধারণা পুলিশের
- প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’ দেওয়া বিএনপি নেতা চাঁদ গ্রেফতার
- গাজীপুর সিটি নির্বাচনের সিসি ক্যামেরা,যেভাবে মনিটরিং হচ্ছে
- প্রেমের বিয়ের পর স্ত্রীকে বাড়িতে না নিয়ে উল্টো মারধরের অভিযোগ