পটুয়াখালীর পায়রা বন্দরের প্রথম জেটির কাজ প্রায় শেষের পথে রয়েছে। এটি এপ্রিলের মধ্যেই প্রস্তুত হবে, আর মে মাসের শুরুতেই উদ্বোধনের আশা বন্দর কর্তৃপক্ষের। নির্মাণকাজ শেষ হলে দেশের তৃতীয় এ সমুদ্রবন্দরে পূর্ণাঙ্গরূপে অপারেশনাল কার্যক্রম শুরু হবে।
সম্প্রতি পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ সোহায়েল বলেন, ‘গত কয়েক মাস ধরে আবহাওয়া ভালো রয়েছে। সেটি মাথার রেখেই কাজের গতি বাড়ানো হয়েছে। আশা করছি, এপ্রিল-মে মাসের মধ্যেই আমরা প্রস্তুত থাকব।’
তিনি জানান, জেটির নির্মাণকাজ প্রায় শেষের পথে। ইতোমধ্যে তিন ভাগের দুই ভাগেরও বেশি কাজ সম্পন্ন হয়েছে। এপ্রিলের মধ্যেই জেটি প্রস্তুত হবে এবং মে মাসের প্রথম দিকেই উদ্বোধন করা হবে।
এ বিষয়ে পটুয়াখালী-৪ সংসদ সদস্য মহিবুর রহমান মহিব বলেন, এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি উপস্থিত থেকে উদ্বোধন করবেন। এরপর থেকেই পূর্ণাঙ্গরূপে বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হবে। এতে ভাগ্য খুলবে দক্ষিণাঞ্চলবাসীর।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়াতে সাড়ে চার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে পায়রা বন্দরের প্রথম জেটি। নির্মাণকাজ শেষ হলে এখানে মাদার ভ্যাসেল জাহাজের কনটেইনার পরিবহনসহ অন্যান্য আমদানি-রফতানির সুযোগ তৈরি হবে।
প্রথম জেটি প্রকল্পের সঙ্গে ৬ দশমিক ৩৫ দীর্ঘ ৬ লেনের একটি সংযোগ সড়ক রয়েছে। সেই সঙ্গে আন্ধারমানিক নদীর ওপর ১ দশমিক ১২ কিলোমিটার দীর্ঘ একটি সেতুও নির্মাণ করা হচ্ছে। জেটির সঙ্গে সমান তালে এগিয়ে চলছে এসবের নির্মাণকাজও। ৬৫০ মিটারের মূল জেটি এবং ৩২৫ বর্গমিটার বেকআপ ইয়ার্ডের কাজ শেষ হলে ২০০ মিটার দীর্ঘ ৩টি মাদারভ্যাসেল জাহাজ নিয়মিত এখানে কনটেইনার খালাস করতে পারবে।
One Reply to “পটুয়াখালীর পায়রা বন্দরের প্রথম জেটির নির্মাণকাজ শেষের পথে”
Comments are closed.